সিন্ধু-হিন্দোল
কাজী
নজরুল ইসলাম
নজরুল
ইসলামের রচিত দ্বাদশ কাব্যগ্রন্থ 'সিন্ধু-হিন্দোল'। প্রকাশকাল জুলাই ১৯২৭। শ্রাবণ
১৩৩৪ প্রকাশক: শ্রীগোপালদাস মজুমদার, ডি,এম, লাইব্রেরি, ৬১ কর্নওয়ালিওশ স্ট্রিট, কলকাতা। মুদ্রক: শ্রী নিবারণচন্দ্র ভট্টাচার্য, সারস্বত প্রিন্টিং ওয়ার্কস, ৬ নিবেদিতা লেন, বাগবাজার, কলকাতা। পৃষ্ঠা ৫৮। মূল্য ১ টাকা ছয় আনা।
গ্রন্থটির শুরুতে ছিল কবিতাকারে লেখা দুটি চরণ। কার উদ্দেশ্যে
রচিত তার উল্লেখ নেই। ধারণা করা হয় এই চরণ দুটি ছিল শামাসুন নাহারের জন্য।
আলোর
মতো জ্বলে ওঠো। ঊষার মতো ফোটো।
তিমির চিরে জ্যোতির মতো প্রকাশ হয়ে ওঠো।
তামাকুমণ্ডি।
চট্টগ্রাম ৩০-৭-২৬।
গ্রন্থটি উৎসর্গ করা হয়েছিল হবীবুল্লাহ বাহার ও শামসুন নাহারকে। উৎসর্গ পত্রে
ছিল-
-আমার
এই লেখাগুলি
বাহার ও নাহারকে দিলাম-
কে তোমাদের ভালো?
'বাহার' আনো গুল্শানে গুল্, 'নাহার' আনো আলো।
'বাহার' এলে মাটির রসে ভিজিয়ে সবুজ প্রাণ,
'নাহার' এলে রাত্রি চিরে জ্যোতির অভিযান।
তোমরা দু'টি ফুলের দুলাল, আলোর দুলালী,
একটি বোঁটায় ফুটলি এসে,- নয়ন ভুলালি।
নামে নাগাল পাইনে তোদের নাগাল পেল বাণী,
তোদের মাঝে আকাশ ধরা করছে কানাকানি!
তামাকুমণ্ডি।
চট্টগ্রাম ৩১-৭-২৬।
এই গ্রন্থে অন্তর্ভুক্ত কবিতা ও গানের কালানুক্রমিক তালিকা
-
বিদায়-স্মরণে [হুগলি কার্তিক ১৩৩২]
- পথের স্মৃতি [নারায়ণ মাঘ ১৩২৭]ফাল্গুনী [হুগলি. ফাল্গুন, ১৩৩২]
- মাধবীর প্রলাপ [শৈলজানন্দ
মুখোপাধ্যায়ের কাছে লেখা পত্র অনুসারে অনুমান করা যায়- কবিতাটি তিনি ১০ই এপ্রিলের (শনিবার ২৭ চৈত্র
১৩৩২) কিছু আগে বা ঐ দিনই রচনা করেছিলেন। কবিতাটি 'কালি ও কলম' পত্রিকার 'জ্যৈষ্ঠ
১৩৩৩' সংখ্যায় প্রকাশিত হয়েছিল
-
অভিযান [রচনা:
নারায়ণগঞ্জ, ২ জুলাই, ১৯২৬। অভিযান। ভাদ্র ১৩৩৩]
-
অনামিকা
[রচনা: চট্টগ্রাম
২৭ জুলাই ১৯২৬। কালি ও কলম। আশ্বিন ১৩৩৩]
-
অতল পথের যাত্রী [বঙ্গবাণী। কার্তিক ১৩৩৩]
-
গোপন
প্রিয়া [রচনা: ২৮ জুলাই, ১৯২৬। কালি ও কলম। কার্তিক ১৩৩৩।
-
সিন্ধু, প্রথম তরঙ্গ [রচনা:
চট্টগ্রাম ২৯ জুলাই ১৯২৬ (বৃহস্পতিবার, ১৩ শ্রাবণ ১৩৩৩)]
-
সিন্ধু, দ্বিতীয় তরঙ্গ
[রচনা: চট্টগ্রাম ৩১ জুলাই ১৯২৬ (শনিবার, ১৫ শ্রাবণ ১৩৩৩)]
-
সিন্ধু
তৃতীয় তরঙ্গ [চট্টগ্রাম [রচনা: চট্টগ্রাম ২ আগষ্ট ১৯২৬ (সোমবার, ১৭ শ্রাবণ
১৩৩৩)]
]
-
চাদনি
রাতে [জয়দেবপুরের পথে, অভিযান পত্রিকার 'কার্তিক ১৩৩৩' সংখ্যায় প্রকাশের জন্য
পাঠানো হয়েছিল। কিন্তু পত্রিকাটি বন্ধ হয়ে যাওয়ায় কবিতাটি অপ্রকাশিত থেকে যায়।
পরে জয়তী পত্রিকার বৈশাখ ১৩৩৭ সংখ্যায় কবিতাটি প্রকাশিত হয়েছিল। তবে তার আগেই
সিন্ধু-হিন্দোল গ্রন্থে অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল।]
-
দারিদ্র
[কল্লোল। অগ্রহায়ণ ১৩৩৩। সওগাত। মাঘ ১৩৩৩]
- দ্বারে বাজে ঝন্ঝার জিঞ্জির [কল্লোল। বৈশাখ ১৩৩৪]
-
বধূ-বরণ
-
বাসন্তী
-
মঙ্গলাচরণ
-
রাখিবন্ধন
-
উন্মনা