বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: খেলে নন্দের-আঙিনায় আনন্দ দুলাল

খেলে নন্দের-আঙিনায় আনন্দ দুলাল।
রাঙা চরণে মধুর সুরে বাজে নূপুর-তাল॥
            নবীন নাটুয়া বেশে
            নাচে কভু হেসে হেসে,
যশোমতীর কোলে এসে দোলে কভু গোপাল
'ননী দে' বলিয়া কাঁদে কভু রোহিণী-কোলে,
জড়ায়ে ধ'রে কদম তরু তমাল-ডালে দোলে।
            দাঁড়ায়ে ত্রিভঙ্গ হ'য়ে
            বাজায়ে মুরলী ল'য়ে,
কভু সে চরায় ধেনু বনের রাখাল॥