দেবগান্ধার
উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে কাফি ঠাটের অন্তর্গত রাগ বিশেষ। এর আরোহণে শুদ্ধ গান্ধার এবং অবরোহণে কোমল গান্ধার ব্যবহৃত হয়। প্রয়োজনে দুই নিষাদও ব্যবহার করা যেতে পারে।    

আরোহণ ধ্‌ স গ ম প ণ র্স    
অবরোহণ : র্স ণ প, মগ, মজ্ঞ স।    
ঠাট: কাফি    
জাতি : ঔড়ব- ঔড়ব (ঋষভ ও ধৈবত বর্জিত)।    
বাদীস্বর : গান্ধার    
সমবাদী স্বর : নিষাদ    
অঙ্গ :  পূর্বাঙ্গ প্রধান।    
সময় : রাত্রি দ্বিতীয় প্রহর।
পকড় : ণপ, মগ মপ, জ্ঞ স  

ভিন্নমত: কাজী নজরুল ইসলামের বিখ্যাত গান, 'খেলে নন্দের আঙিঁনায় আনন্দ দুলাল' দেবাগান্ধার রাগে নিবদ্ধ। গানটির স্বরলিপি করেছিলেন জগৎ ঘটক। এই স্বরলিপিটি  ভারতবর্ষ পত্রিকার বৈশাখ ১৩৪৫ (এপ্রিল-মে ১৯৩৮) সংখ্যায় প্রকাশিত হয়েছিল। 
            [স্বরলিপি নমুনা]

এই স্বরলিপির পাদটীকায় স্বরলিপিকার এই রাগকে বিলাবল ঠাটের ঔড়ব-খাড়ব হিসেবে উল্লেখ করেছেন। রাগটিকে তিনি দক্ষিণ ভারতে প্রচলন আছে বলে উল্লেখ করেছেন। এই রাগের আরোহী ও অবরোহী ছাড়া  সম্পর্কে বিস্তারিত কিছু উল্লেখ করেন নি।

আরোহণম প র্স    
অবরোহণ : র্স ধ, প, ম, গ, ম, র, , ধ্,  স
 


তথ্যসূত্র:
উচ্চাঙ্গ ক্রিয়াত্মক সঙ্গীত। শক্তিপদ ভট্টাচার্য। ২২ সেপ্টেম্বর ১৯৮৭।