বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: বল রাঙা হংসদূতি তা'র বারতা
বল্ রাঙা হংসদূতি তা'র বারতা।
দাও তা'র বিরহ-লিপি, বল সে কোথা॥
কেমনে কাটে তা'র অলস বেলা
আজো কি গাঙের ধারে কাঁদে একেলা,
দু'জনের আশা-তরী ডুবিল যথা॥
দীপ জ্বালেনি কি কেউ তাহার ঘরে,
ভাঙা ঘর বেঁধেছে কি নূতন ক'রে।
দেখা হ'লে তা'রে কহিও নিরালায়
আমি মরিয়াছি ─ মোর প্রেম মরেনি, হায়!
(মোর) অন্তরে সে আজো অন্তর-দেবতা॥