সারঙ্গ রঙ্গ
নজরুল ইসলামের রচিত সারং অঙ্গের রাগভিত্তিক সঙ্গীতালেখ্য। এই আলেখ্যটি বেতারে তিন বার প্রচারিত হয়েছিল। এই সঙ্গীতালেখ্য সম্পর্কে চমৎকার কিছু তথ্য পাওয়া যায়- আসাদুল হকের রচিত 'নজরুল যখন বেতার' গ্রন্থের [পৃষ্ঠা ১৪১-১৪৪] 'গীতি নক্‌শা-সারং রঙ' অংশ থেকে। এই রচনাংশের দ্বিতীয় প্যারাগ্রাফে তিনি লিখেছেন-

'...'সারং রঙ' গীতি-নকশাটি নজরুল রচনা করেছিলেন 'সারঙ্গ' রাগের বিভিন্ন রূপ নিয়ে। আমি রাস্তায় পড়ে থাকা কলকাতা বেতারের পুরানো কাগজ-পত্রের মধ্যে যে কাগজগুলো খুঁজে পাই তার মাঝে দুটো রাগের বর্ণনা আছে। এই কাগজের টুকরা দুটো ছিল 'সারং রঙ' গীতি-নকশার অংশ বিশেষ।...'

সারঙ্গ রঙ্গের উৎস সন্ধানে আসাদুল হকের এই প্রাপ্তি ছিল অসমান্য। তিনি অবশ্য তাঁর লেখ্যায় এই গানগুলোর রাগ সম্পর্কে লিখেছেন- " 'সারঙ্গ' রাগের বিভিন্ন রূপ নিয়ে" রচিত। মূলত এই গীতি-আলেখ্যের প্রতিটি রাগেরই স্বতন্ত্র রূপ আছে। সম্ভবত তিনি বলতে চেয়েছিলেন 'সারঙ্গ অঙ্গের বিভিন্ন রাগ'। আসাদুল হকের প্রাপ্ত পুরানো কাগজের ভিতরে ছিল নজরুলের হস্তাক্ষরে লিখিত দুটি গান। গান ৩টি হলো- 'ধূলি পিঙ্গল জটাজুট জাল', 'আমার প্রলয় সুন্দর এলে', ও 'বৃন্দবন কুঙ্কুম আবীর ফাগে'।

আসাদুল হক তাঁর নজরুল যখন বেতারে গ্রন্থে [পৃষ্ঠা: ১৪৪] এই অনুষ্ঠানের আটটি গানের তালিকা দিয়েছেন। এই গানগুলো হলো-

১. মেঘ-বিহীন খর বৈশাখে [তথ্য] [রাগ: সামন্ত সারং ]
২. অগ্নিগিরি ঘুমন্ত উঠিল জাগিয়া [তথ্য] [রাগ: লঙ্কাদাহন সারং]
৩. হংস-মিথুন ওগো যাও ক'য়ে যাও [তথ্য]  [রাগ: বড় হংস সারং]
৪.বৃন্দাবনী কুঙ্কুম আবির রাগে যেন [তথ্য] [রাগ: বৃন্দাবনী সারং]
৫.ধূলি-পিঙ্গল জটাজুট মেলে [তথ্য] [রাগ: শুদ্ধ সারং]
৬. চৈতালি চাঁদিনী রাতে [তথ্য] [রাগ: মধুমাধবী সারং  ]
৭. বল্‌ রাঙা হংসদূতী তার বারতা [তথ্য] [রাগ: রক্তহংস সারং ]
৮. ভবনে আসিল অতিথি সুদূর  [তথ্য] [রাগ: গৌড়সারং ]

আসাদুল হকের রচিত 'নজরুল যখন বেতার' গ্রন্থের [পৃষ্ঠা ১৭১] থেকে জানা যায়, পূর্বে প্রচারিত দুটি গানের স্থলে দুটি নতুন গান যুক্ত করা হয়েছিল। এই নতুন গান দুটি ছিল- বৃন্দাবনী সারং রাগে নিবদ্ধ 'তৃষিত আকাশ কাঁপে রে' এবং  মধুমাদ সারং রাগে নিবদ্ধ 'দক্ষিণ সমীরণ সাথে বাজো বেণুকা'। এই অনুষ্ঠানে পরিবেশিত গানগুলো ছিল-

১. মেঘ-বিহীন খর বৈশাখে [তথ্য] [রাগ: সামন্ত সারং ]
২. অগ্নিগিরি ঘুমন্ত উঠিল জাগিয়া [তথ্য] [রাগ: লঙ্কাদাহন সারং]
৩. হংস-মিথুন ওগো যাও ক'য়ে যাও [তথ্য]  [রাগ: বড় হংস সারং]
৪. তৃষিত আকাশ কাঁপে রে [তথ্য] [রাগ: বৃন্দাবনী সারং]
৫. ধূলি-পিঙ্গল জটাজুট মেলে [তথ্য] [রাগ: শুদ্ধ সারং]
৬. দক্ষিণ সমীরণ সাথে বাজো বেণুকা [তথ্য]  [রাগ: মধুমাধবী সারং]
৭. বল্‌ রাঙা হংসদূতী তার বারতা [তথ্য] [রাগ: রক্তহংস সারং ]
৮. ভবনে আসিল অতিথি সুদূর [তথ্য] [রাগ: গৌড়সারং ]