তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত রবীন্দ্রনাথের গান
তত্ত্ববোধিনী সভার মুখপত্র। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতাদেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মধর্ম (ব্রাহ্মসমাজ) মুখপত্র হিসাবে এই পত্রিকা প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছিলেন। ১৮৪৩ খ্রিষ্টাব্দের ১৬ আগষ্ট (১৭৬৫ শকাব্দ, ১ ভাদ্র)-এ এই পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছিল।

এই পত্রিকায় রবীন্দ্রনাথের যে সকল গান প্রকাশিত হয়েছিল, তার বর্ণানুক্রমিক তালিকা দেওয়া হলো-
  1. অগ্নিবীণা বাজাও তুমি কেমন করে!  [তথ্য] [ফাল্গুন ১৩২২ বঙ্গাব্দ। [নমুনা]
  2. হার-মানা হার পরাব তোমার গলে [তথ্য][আশ্বিন  ১৩১৯ বঙ্গাব্দ] [নমুনা]

সূত্র :