রেকর্ডে রবীন্দ্রসঙ্গীতের তালিকা
রেকর্ডে রবীন্দ্রনাথের গান
আমার অভিমানের বদলে আজ নেব তোমার মালা [পূজা-৬০]
[তথ্য]
১৯২৬ খ্রিষ্টাব্দ থেকে ১৯৩৫ খ্রিষ্টাব্দের ভিতরে
এইচএমভি সাহানা দেবীর (বসু) কণ্ঠে এই গানটির রেকর্ড প্রকাশ করেছিল।
রেকর্ড নম্বর:
P 8569।
[পৃষ্ঠা: ৫৩]। এরপর একই কোম্পানি কনক দাশ (বিশ্বাস)-এর কণ্ঠে গানটির
রেকর্ড প্রকাশ করে।
রেকর্ড নম্বর:
P 11852।
[পৃষ্ঠা: ৫৯]
শিল্পী: কণক দাশ। রেকর্ড নম্বর P 11783।
শিল্পী: রবীন্দ্রনাথ
ঠাকুর। রেকর্ড নম্বর
BD 1239।
দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ও পারে [পূজা-১৯] [তথ্য]
১৯১৬ খ্রিষ্টাব্দ থেকে ১৯২৫ খ্রিষ্টাব্দের ভিতরে গ্রামোফোন রেকর্ড কোম্পানি বেশ কিছু রবীন্দ্রসঙ্গীতের রেকর্ড প্রকাশ করে। এই সময়ের ভিতরে এই গানটির যে রেকর্ড প্রকাশিত হয়েছিল, তার শিল্পী ছিলেন হরেন্দ্রনাথ দত্ত। রেকর্ড নম্বর P 5895।
১৯২৬ খ্রিষ্টাব্দ থেকে ১৯৩৫ খ্রিষ্টাব্দের ভিতরে এইচএমভি এবং কলম্বিয়া রেকর্ড কোম্পানি রবীন্দ্রনাথের বেশ কিছু রেকর্ড প্রকাশ করে। দ্বিতীয় দফায় এই গানটির রেকর্ড প্রকাশ করেছিল এইচএমভি। শিল্পী ছিলেন কণক দাশ। রেকর্ড নম্বর P 8851।
১৯৩৬ খ্রিষ্টাব্দ থেকে ১৯৪১ খ্রিষ্টাব্দের ভিতরে গ্রামোফোন রেকর্ড কোম্পানি রবীন্দ্রনাথের বেশ কিছু রেকর্ড প্রকাশ করে। তৃতীয় দফায় এই গানটির শিল্পী ছিলেন শান্তা আপ্তে। রেকর্ড নম্বর N 27185।
[সূত্র: রেকর্ডে রবীন্দ্রসংগীত। সিদ্ধার্থ ঘোষ। ইন্দিরা সংগীত-শিক্ষায়তন। নভেম্বর ১৯৮৯। পৃষ্ঠা ৪৭, ৪৯, ৬০]