বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:আজি যে রজনী যায়
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: প্রেম : ২৪৭
আজি
যে রজনী যায় ফিরাইব তায় কেমনে।
নয়নের জল ঝরিছে বিফল নয়নে॥
এ বেশভূষণ লহো সখী, লহো, এ কুসুমমালা হয়েছে অসহ
এমন যামিনী কাটিল বিরহশয়নে॥
আমি
বৃথা অভিসারে এ যমুনাপারে এসেছি,
বহি
বৃথা মন-আশা এত ভালোবাসা বেসেছি।
শেষে
নিশিশেষে বদন মলিন, ক্লান্তচরণ, মন উদাসীন,
ফিরিয়া চলেছি কোন্ সুখহীন ভবনে॥
ওগো
ভোলা ভালো তবে, কাঁদিয়া কী হবে মিছে আর।
যদি
যেতে হল হায় প্রাণ কেন চায় পিছে আর।
কুঞ্জদুয়ারে অবোধের মতো রজনীপ্রভাতে বসে রব কত
এবারের মতো বসন্ত গত জীবনে॥
Ms.290
পাঠভেদ:
আজি যে রজনী যায়
নয়নের জল ঝরিছে বিফল
: বীণাবাদিনী ৯। ১৩০৪
কেন নয়নের জল ঝরিছে বিফল
: কাব্যগ্রন্থাবলী (১৩০৩)
গীতবিতান (আশ্বিন ১৩৩৮)
'কাব্যগ্রন্থাবলী'ভুক্ত সোনার তরীর 'ব্যর্থ যৌবন' শীর্ষক কবিতা
(রচনা : ১৬ আষাঢ় ১৩০০ সাল। কবিতাটিতে গীতরূপ অপেক্ষা আর একটি স্তবক (তৃতীয়
স্তবক) বেশি আছে-
কত উঠেছিল
চাঁদ নিশীথ-অগাধ আকাশে
বনে দুলেছিল ফুল গন্ধ-ব্যকুল বাতাসে!
তরু মর্ম্ম, নদী কলতান
কানে লেগেছিল স্বপ্ন সমান,
দুর হতে আসি পশেছিল গান শ্রবণে,
আজি যে রজনী যায় ফিরাইব তায় কেমনে?
তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান: ১৩০০ বঙ্গাব্দের ১৬ আষাঢ় (২৯ জুন ১৮৯৩ খ্রিষ্টাব্দ) শিলাইদহে এই
গানটি রচিত হয়। এই বিচারে গানটি রবীন্দ্রনাথের ৩২ বৎসর ২ মাস বয়সের রচনা।
- খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ
-
কাব্যগ্রন্থাবলী
[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩।
সোনার তরী। শিরোনাম: ব্যর্থ যৌবন। পৃষ্ঠা ৩২৮]
[নমুনা]
- গান
- গীতবিতান
-
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
[বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ। ১৩১০ বঙ্গাব্দে প্রকাশিত 'মোহিত
সেন সম্পাদিত কাব্যগ্রন্থের ৮ম ভাগের 'গান' অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা:
২০৯]
[নমুনা]
- দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৪৮)
- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ
(বিশ্বভারতী ১৩৮০)। প্রেম (প্রেম বৈচিত্র্য-২১৭) পর্যায়ের ২৪৭ সংখ্যক গান।
সঞ্চয়িতা [বিশ্বভারতী
১৩৩৮ বঙ্গাব্দ] সোনার তরী। ব্যর্থ যৌবন। পৃষ্ঠা: ১৩৩[নমুনা]
সোনার তরী
-
প্রথম সংস্করণ [সাহিত্য-যন্ত্র, ১৩০০ বঙ্গাব্দ।
শিরোনাম
'ব্যর্থ যৌবন'। পৃষ্ঠা
: ১৩৭-১৩৯][নমুনা
প্রথমাংশ,
শেষাংশ]
-
দ্বিতীয় সস্করণ [আদি ব্রাহ্মসমাজ, ১৩০৩]। শিরোনাম:
ব্যর্থ যৌবন।
- [রবীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড, মাঘ ১৩৯৩ বঙ্গাব্দ, বিশ্বভারতী, শিরোনাম: ব্যর্থ যৌবন পৃষ্ঠা ৯৯-১০১]
স্বরবিতান পঞ্চত্রিংশ
(৩৫) খণ্ডের (ফাল্গুন ১৪১৩ বঙ্গাব্দ) ২ সংখ্যক গান। পৃষ্ঠা : ৬-৮।
[নমুনা]
পত্রিকা:
-
বীণাবাদিনী
(পৌষ ১৩০৪ বঙ্গাব্দ)।
ইন্দিরাদেবীকৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
- গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- স্বরলিপি ও স্বরলিপিকার:
ইন্দিরাদেবী চৌধুরানী।
- সুর ও তাল:
স্বরবিতান পঞ্চত্রিংশ
(৩৫) খণ্ডের (ফাল্গুন ১৪১৩ বঙ্গাব্দ) গৃহীত গানটির স্বরলিপিতে রাগ ও তাল হিসেবে ভৈরবী ও রূপকড়ার নাম উল্লেখ রয়েছে।
- রাগ: ভৈরবী [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান। সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৪]
- রাগ: ভৈরবী। অঙ্গ: কীর্তন। তাল: রূপকড়া। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ২৬]।
- রাগ: ভৈরবী। অঙ্গ: কীর্তন। তাল: রূপকড়া, ঢালা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৫১]
- গ্রহস্বর: দ্।
- লয়: মধ্য।