বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
আজি যে রজনী যায়
পাঠ ও পাঠভেদ:
আজি যে রজনী যায় ফিরাইব তায় কেমনে।
নয়নের জল ঝরিছে বিফল নয়নে॥
এ বেশভূষণ লহো সখী, লহো, এ কুসুমমালা হয়েছে অসহ- এমন যামিনী কাটিল বিরহশয়নে॥
আমি বৃথা অভিসারে এ যমুনাপারে এসেছি,
বহি বৃথা মন-আশা এত ভালোবাসা বেসেছি।
শেষে নিশিশেষে বদন মলিন, ক্লান্তচরণ, মন উদাসীন,
ফিরিয়া চলেছি কোন্ সুখহীন ভবনে॥
ওগো ভোলা ভালো তবে, কাঁদিয়া কী হবে মিছে আর।
যদি যেতে হল হায় প্রাণ কেন চায় পিছে আর।
কুঞ্জদুয়ারে অবোধের মতো রজনীপ্রভাতে বসে রব কত-
এবারের মতো বসন্ত গত জীবনে॥
পাণ্ডুলিপির পাঠ: Ms.290
পাঠভেদ:
আজি যে রজনী যায়
নয়নের জল ঝরিছে বিফল
: বীণাবাদিনী ৯। ১৩০৪
কেন নয়নের জল ঝরিছে বিফল
: কাব্যগ্রন্থাবলী (১৩০৩)
গীতবিতান (আশ্বিন ১৩৩৮)
'কাব্যগ্রন্থাবলী'ভুক্ত সোনার তরীর 'ব্যর্থ যৌবন' শীর্ষক কবিতা
(রচনা : ১৬ আষাঢ় ১৩০০ সাল। কবিতাটিতে গীতরূপ অপেক্ষা আর একটি স্তবক (তৃতীয়
স্তবক) বেশি আছে-
কত উঠেছিল
চাঁদ নিশীথ-অগাধ আকাশে
বনে দুলেছিল ফুল গন্ধ-ব্যকুল বাতাসে!
তরু মর্ম্ম, নদী কলতান
কানে লেগেছিল স্বপ্ন সমান,
দুর হতে আসি পশেছিল গান শ্রবণে,
আজি যে রজনী যায় ফিরাইব তায় কেমনে?
তথ্যানুসন্ধান
বঙ্গাব্দের ১৬ আষাঢ় (২৯ জুন ১৮৯৩ খ্রিষ্টাব্দ) শিলাইদহে এই
প্রথম সংস্করণ [সিটি বুক সোসাইটি, ১৩১৫ বঙ্গাব্দ। ভৈরবী-তেওরা। পৃষ্ঠা: ২৭-২৮। [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
ইন্ডিয়ান প্রেস ১৩১৬ বঙ্গাব্দ।
ইন্ডিয়ান পাবলিশিং হাউস, ১৩২১ বঙ্গাব্দ।