বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
আমারে যদি জাগালে আজি নাথ
পাঠ ও পাঠভেদ:
আমারে যদি জাগালে আজি নাথ,
ফিরো না তবে ফিরো না, করো করুণ আঁখিপাত॥
নিবিড় বনশাখার ’পরে আষাঢ়মেঘে বৃষ্টি ঝরে,
বাদল-ভরা আলস-ভরে ঘুমায়ে আছে রাত॥
বিরামহীন বিজুলিঘাতে নিদ্রাহারা প্রাণ
বরষাজলধারার সাথে গাহিতে চাহে গান।
হৃদয় মোর চোখের জলে বাহির হল তিমিরতলে,
আকাশ খোঁজে ব্যাকুল বলে বাড়ায়ে দুই হাত॥
পাণ্ডুলিপির পাঠ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
রবীন্দ্রনাথের
RBVBMS 357
পাণ্ডুলিপিতে লিখিত
গানটির তারিখ উল্লেখ আছে '৩ আষাঢ়/১৩১৭' । উল্লেখ্য, ১৩১৭ বঙ্গাব্দের ২৮শে
জ্যৈষ্ঠ রবীন্দ্রনাথ কলকাতা থেকে শান্তিনিকেতনে আসেন। ১৯শে আষাঢ় পর্যন্ত
তিনি এই গানটি-সহ মোট ১১টি গান রচনা করেন। এই সময়ের ভিতরে এই গানটি তিনি
রচনা করেছিলেন ৩ আষাঢ় [শুক্রবার, ১৭ জুন ১৯১০ খ্রিষ্টাব্দ]।
এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল
৪৯ বৎসর ২ মাস।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি
গ্রন্থ:
স্বরবিতান একাদশ (১১, কেতকী) খণ্ডের (আশ্বিন ১৪১৬ বঙ্গাব্দ) ৭ সংখ্যক গান। পৃষ্ঠা ২৫-২৭।
পত্রিকা:
বঙ্গদর্শন (শ্রাবণ ১৩১৭ বঙ্গাব্দ)।