বিষয়: রবীন্দ্রসঙ্গীত
শিরোনাম: 
আমারে যদি জাগালে আজি নাথ
পাঠ ও পাঠভেদ:  
	- গীতবিতান (বিশ্বভারতী, 
	কার্তিক ১৪১২)-এর 
	পাঠ: 
 প্রকৃতি
 
(উপ-বিভাগ : বর্ষা-৭২)
পর্যায়ের ৯৭ সংখ্যক গান। 
	
		
           
আমারে যদি জাগালে আজি নাথ,
           ফিরো 
না তবে ফিরো না, করো করুণ আঁখিপাত॥
নিবিড় বনশাখার 
’পরে      আষাঢ়মেঘে 
বৃষ্টি ঝরে,
বাদল-ভরা 
আলস-ভরে      ঘুমায়ে আছে রাত॥
         বিরামহীন বিজুলিঘাতে নিদ্রাহারা প্রাণ
         বরষাজলধারার সাথে গাহিতে চাহে গান।
হৃদয় মোর চোখের 
জলে     বাহির হল তিমিরতলে,
আকাশ খোঁজে 
ব্যাকুল বলে   বাড়ায়ে দুই হাত॥
		
	
		
		RBVBMS 357 
		
 [নমুনা]
		
		
		 
		
		RBVBMS 478 
		
		[নমুনা]
	
	
	
	 
	তথ্যানুসন্ধান
		- 
		  ক. রচনাকাল ও স্থান: 
		
		রবীন্দ্রনাথের 
		
		
		RBVBMS 357 
		
		পাণ্ডুলিপিতে লিখিত 
		গানটির তারিখ উল্লেখ আছে '৩ আষাঢ়/১৩১৭' । উল্লেখ্য, ১৩১৭ বঙ্গাব্দের ২৮শে 
		জ্যৈষ্ঠ রবীন্দ্রনাথ কলকাতা থেকে শান্তিনিকেতনে আসেন। ১৯শে আষাঢ় পর্যন্ত 
		তিনি এই গানটি-সহ মোট ১১টি গান রচনা করেন। এই সময়ের ভিতরে এই গানটি তিনি 
		রচনা করেছিলেন ৩ আষাঢ় [শুক্রবার, ১৭ জুন ১৯১০ খ্রিষ্টাব্দ]। 
 এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল 
		
		৪৯ বৎসর ২ মাস।
 
 
- 
	 খ. প্রকাশ ও 
		গ্রন্থভুক্তি
		
		
			- 
		 গ্রন্থ: 
			
			
				- 
				কাব্যগ্রন্থ
				
- 
				কেতকী 
(শ্রাবণ ১৩২৬ বঙ্গাব্দ)। দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত।
- 
				
				গীতবিতান
					
					- প্রথম খণ্ড, 
					প্রথম সংস্করণ (বিশ্বভারতী,
					১৩৩৮ 
					বঙ্গাব্দ)।  
					[নমুনা: 
	প্রথমাংশ,
	শেষাংশ]
- দ্বিতীয় খণ্ড, 
					দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী,
					১৩৪৮ 
					বঙ্গাব্দ)। 
- 
				 অখণ্ড, 
					তৃতীয় সংস্করণ 
					(বিশ্বভারতী,
					পৌষ ১৩৮০ 
					বঙ্গাব্দ)।
					প্রকৃতি
 
(উপ-বিভাগ : বর্ষা-৭২)
পর্যায়ের ৯৭ সংখ্যক গান। 
 
- 
 গীতাঞ্জলি
				
- 
				
				ধর্ম্মসঙ্গীত(ইন্ডিয়ান পাবলিশিং হাউস ১৩২১)। পৃষ্ঠা: ১০-১১।
[নমুনা: 
	প্রথমাংশ,
	শেষাংশ]
	 
- 
 সঙ্গীত-গীতাঞ্জলি(১৩৩৪ বঙ্গাব্দ), ভীমরাও শাস্ত্রী-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত।
- 
				 
				
				
				স্বরবিতান একাদশ 
				( ১১, কেতকী)খণ্ডের (আশ্বিন ১৪১৬ বঙ্গাব্দ) 
				৭ সংখ্যক গান। পৃষ্ঠা ২৫-২৭।
 
- 
			 পত্রিকা:
				- 
 
				বঙ্গদর্শন 
				(শ্রাবণ ১৩১৭ বঙ্গাব্দ)।
 
 
- গ.
		সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
			- 
			স্বরলিপিকার:  
				
				স্বরবিতান একাদশ 
			( ১১, কেতকী)খণ্ডটি প্রথম 
প্রকাশিত হয় ১৩২৬ বঙ্গাব্দের শ্রাবণ মাসে। এই সংস্করণে দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত 
স্বরলিপি গৃহীত হয়েছিল।পরবর্তীতে গীতলিপি
			৩য় ভাগে 
			(১৯১০-১৯১৮ সাল) 
			এই গানটির 
সুরেন্দ্রনাথ বন্দ্যোপধ্যায়-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়। এছাড়া সংগীত গীতাঞ্জলীতে 
(১৩৩৪ বঙ্গাব্দ) গানটি ভীমরাও শাস্ত্রী-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়।
 
- সুর ও 
			তাল: 
			
				- 
			
				
				স্বরবিতান একাদশ 
( ১১, 
কেতকী) খণ্ডে 
				(আশ্বিন ১৪১৬ বঙ্গাব্দ 
গৃহীত মূল স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। 
				উক্ত স্বরলিপিটি
				৩।২ 
মাত্রা ছন্দে 
ঝম্পক
  তালে নিবদ্ধ।
				
- রাগ: গৌড় মল্লার। 
তাল: 
ঝম্পক
। 
[রবীন্দ্রসংগীত: 
			রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। 
				পৃষ্ঠা: ৩১]
- রাগ: গৌড় মল্লার। তাল: 
				ঝম্পক
				। 
			
			 [রাগরাগিণীর 
			এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১] পৃষ্ঠা:
			৫৯।]
 
- গ্রহস্বর: 
			রা।
- লয়: মধ্য।