মাঘোৎসব ত্রিষষ্ঠি (৬৩)
সোমবার, ১১ মাঘ ১২৯৯ বঙ্গাব্দ [২৩ জানুয়ারি ১৮৯৩ খ্রিষ্টাব্দ]

এই দিনে দি ব্রাহ্মসমাজের ত্রিষষ্ঠিতম সাংবৎসরিক উৎসব অনুষ্ঠিত হয়েছিল। উক্ত উৎসবে রবীন্দ্রনাথ মোট ৬টি নূতন গান রচনা করেছিলেন। গানগুলির তালিকা নিচে দেওয়া হলো।

১. জয় রাজরাজেশ্বর! জয় অরূপসুন্দর! [পূজা ও প্রার্থনা-৫৩] [তথ্য]
২. চিরবন্ধু চিরনির্ভর চিরশান্তি [পূজা-৪৫৩] [তথ্য]
৩.
কী লাবণ্যে পূর্ণ প্রাণ [পূজা-৫৩৯] [তথ্য]
৪.
আনন্দধ্বনি জাগাও গগনে [স্বদেশ-১৯] [তথ্য]
৫.
হৃদয়মন্দিরে, প্রাণাধীশ, আছ গোপন [পূজা-৩৭৯] [তথ্য]
৬. আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ [পূজা-৪৭৬] [তথ্য]