'হরপ্রিয়া (কাফি ঠাটের রাগ-রাগিণী)/রচনা ও সুর-সংযোজন: কাজী (য) নজরুল ইসলাম। ব্যবস্থাপনা: মনোরঞ্জন সেন, নিতাই ঘটক প্রভৃতি'। সূত্র: বেতারে নজরুল: ব্রহ্মমোহন ঠাকুর।The Indian Listener (22 november 1939- Vol-IV-23. page 1627) -পত্রিকায় উল্লেখ ছিল-
'A picture in music dealing with the ragas and raginees of the Kafi That Composed and tuned by Nazrul Islam Presented by Monoranjan Sen, Nitai Ghatak and others' ধারণা করা হয়, এই গীতি আলেখ্যের সকল গান ডিসেম্বর মাসের আগেই রচিত হয়েছিল। ১৯৩৯ খ্রিষ্টাব্দের ৫ ডিসেম্বর (মঙ্গলবার, ১৯ অগ্রহায়ণ ১৩৪৬), সন্ধ্যা ৭.০৫টায় কলকাতা বেতাকেন্দ্র (কলকাতা ক-এর চতুর্থ অধিবেশন) থেকে প্রচারিত হয়েছিল।
এই নাটিকাটি প্রথম গ্রন্থভুক্ত হয়েছিল- বাংলা একাডেমী থেকে প্রকাশিত আব্দুল কাদির সম্পাদিত 'নজরুল রচনাবলী'র তৃতীয় খণ্ডের ১৯৯৩ সংস্করণে। হরপ্রিয়া নাটিকায় গান ও সংলাপ রয়েছে। এর ভিতরে গান রয়েছে ৬টি। এই গানগুলো হলো-