ঢাকেশ্বরী মন্দির
বাংলাদেশের রাজধানী
ঢাকায় অবস্থিত একটি হিন্দু মন্দির। আক্ষরিক অর্থে দাঁড়ায়
ঢাকার ঈশ্বরী। অনেকে মনে করেন,
ঢাকার নামকরণ হয়েছে এই ঢাকেশ্বরী মন্দিরের নাম থেকে।
অনেকে মনে করেন যে, সেন রাজবংশের
রাজা
বল্লালসেন
খ্রিষ্টীয় ১২শ শতাব্দীতে এটি
প্রতিষ্ঠা করেন। তবে সেই সময়কার নির্মাণশৈলীর সাথে এর স্থাপত্যকলার মিল ততটা পাওয়া
যায় না। এই কারণে অনেকের ধারণা যে, বিভিন্ন সময়ে এই মন্দিরের সংস্কার করা হয়েছে,
এবং প্রতিবারই এর গঠনশৈলীতে কিছু না কিছু পরিবর্তন ঘটেছে।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের
সময় পাকিস্তান
সেনাবাহিনী এই মন্দিরটি ধ্বংস করে দিয়েছিল।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, মন্দিরটির
আগের গঠনশৈলী অনুসারে, পুননির্মাণ করা হয়েছে।
এই মন্দিরটি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হলের দক্ষিণ-পশ্চিম
প্রান্তে এবং পলাশী ব্যারাক এলাকার নিকটবর্তী
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস এলাকার দক্ষিণে ঢাকেশ্বরী রোডে অবস্থিত।
মূল মন্দিরটি মন্দির প্রাঙ্গনের
পূর্বাংশে অবস্থিত। এই মণ্ডপে রয়েছে দুর্গা পূজার স্থায়ী
বেদী। এখানে দুর্গা দেবীর একটি
ধাতু-নির্মিত প্রতিমা রয়েছে মূল মন্দির প্রাঙ্গনের
বাইরে মহানগর পূজা মণ্ডপ অবস্থিত। এখানে প্রতি-বৎসর দুর্গা-পূজা হয়ে থাকে।
মন্দির প্রাঙ্গনের উত্তর পশ্চিম কোণে রয়েছে চারটি শিব মন্দির।