উত্তর প্রদেশ
ভারত প্রজাতন্ত্রের উত্তরাঞ্চলের একটি প্রদেশ।

ভৌগোলিক স্থানাঙ্ক :

মোট আয়তন: ২,৪০,৯২৮ বর্গকিলোমিটার বর্গকিলোমিটার। আয়তনের দিক থেকে এটি ভারতের চতুর্থ বৃহত্তম রাজ্য।
রাজধানী: লখনউ।
ভৌগোলিক অবস্থান: এর উত্তরে নেপাল ও উত্তরাখণ্ড, দক্ষিণে মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়, পূর্বে বিহার ও ঝাড়খণ্ড এবং পশ্চিমে রাজস্থান, হরিয়ানা, দিল্লি ও হিমাচল প্রদেশ।
জনসংখ্যা: উত্তরপ্রদেশ ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য। ২০১১ খ্রিষ্টাব্দে জনগণনা অনুসারে, এর জনসংখ্যা ১৯৯,৮১২,৩৪১।
ভাষা: হিন্দি (সব উপভাষা মিলিয়ে): প্রায় ৯০.১%,  উর্দু: ১০.৩%, ভোজপুরি (যদিও হিন্দির অধীনে গননা হয়): প্রায় ১০-১২% (পূর্বাঞ্চলে) অন্যান্য: পাঞ্জাবি, বাংলা, নেপালি (তরাই অঞ্চলে)।

ধর্ম: ২০১১ সেন্সাস অনুসারে ধর্মভিত্তিক জনসংখ্যা।

উত্তর প্রদেশের প্রাকৃতিক অঞ্চল
উত্তর প্রদেশকে মূলত তিনটি প্রাকৃতিক অঞ্চলে ভাগ করা যায় । অঞ্চল তিনটি হলো-

উত্তর প্রদেশের নদী: গঙ্গা, যমুনা, ঘাঘরা, গোমতী,  রামগঙ্গা, শারদা, রাপ্তি ইত্যাদি।

উত্তর প্রদেশের ইতিহাস:
উত্তর প্রদেশের প্রশাসনিক অঞ্চল
এই প্রদেশ প্রশাসনিকভাবে ১৮টি বিভাগ নিয়ে গঠিত। এই বিভাগের অন্তর্গত জেলা সংখ্যার সংখ্যা ৭৫টী নিচে বিভাগের নামের তালিকা দেওয়া হলো-

১. আগ্রা বিভাগ। বিভাগীয় শহর আগ্রা
২. আলিগড় বিভাগ। বিভাগীয় শহর  আলিগড়
৩. আজমগড় বিভাগ। বিভাগীয় শহর আজমগড়
৪. বরেলি বিভাগ। বিভাগীয় শহর বরেলি
৫. বস্তি বিভাগ। বিভাগীয় শহর বস্তি
৬. চিত্রকূট বিভাগ। বিভাগীয় শহর মহোবা (চিত্রকূট ধাম)
৭. দেবীপাটন বিভাগ। বিভাগীয় শহর গোন্ডা
৮. ফৈজাবাদ বিভাগ (২০১৮ খ্রিষ্টাব্দে ফৈজাবাদ বিভাগের নাম পরিবর্তন করে অযোধ্যা বিভাগ।  বিভাগীয় শহর অযোধ্যা
৯. গোরখপুর বিভাগ।  বিভাগীয় শহর গোরখপুর
১০. ঝাঁসি বিভাগ।  বিভাগীয় শহর ঝাঁসি
১১. কানপুর বিভাগ।  বিভাগীয় শহর কানপুর
১২. লখনউ বিভাগ।  বিভাগীয় শহর লখনউ
১৩. মিরাট বিভাগ।  বিভাগীয় শহর মিরাট
১৪.মোরাদাবাদ বিভাগ।  বিভাগীয় শহর মোরাদাবাদ
১৫. প্রয়াগরাজ বিভাগ। বিভাগীয় শহর প্রয়াগরাজ
১৬. সাহারানপুর বিভাগ।  বিভাগীয় শহর সাহারানপুর
১৭. বারাণসী বিভাগ।  বিভাগীয় শহরবারাণসী
১৮. বিন্ধ্যাচল বিভাগ (মির্জাপুর-ভদোহী)। ২০২৩ খ্রিষ্টাব্দে মির্জাপুর  বিভাগীয় শহরের নাম পরিবর্তন করে রাখা হয়েছে বিন্ধ্যাচল বিভাগ।

উত্তর প্রদেশের পর্যটন স্থান