পশ্চিমঘাট পর্বতমালা
ভারত উপমহাদেশের একটি পর্বতমালা।
এর ভৌগোলিক অবস্থান ১০°১০′ উত্তর
৭৭°০৪′ পূর্ব।
এই পর্বতমালা দাক্ষিণাত্যে মালভূমির পশ্চিম পশ্চিমসীমা বরাবর উত্তর দিকে প্রসারিত
হয়েছে। এর এক প্রান্তে রয়েছে
গুজরাট ও মহারাষ্ট্রের সীমানায়। এর প্রসারিত অংশ
মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, তামিলনাড়ু ও কেরলের ভিতর দিকে ১৬০০ কিলোমিটার বিস্তৃত
হয়েছে। এর দক্ষিণ ভারতের কন্যাকুমারী শহরের কাছে শেষ হয়েছে।
তামিলনাড়ুতে এই পর্বতের পূর্বদিকে প্রসারিত অংশ নীলগিরি পর্বত নামে
পরিচিত । নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম ডোডাবেট্টা।এর গড় প্রস্থ ১০০ কিলোমিটার। আয়তন ১,৬০,০০০ বর্গকিলোমিটার।
এই পর্বতমালার শীর্ষ শৃঙ্গ কেরালার 'আনাইমুদি'। এর উচ্চতা ২,৫৯৫ মিটার (৮,৮৪২ ফুট)।
ধারণা করা হয়, প্রায় ১৫ কোটি
খ্রিষ্টপূর্বাব্দের
গোণ্ড্ওয়ানা
মহা-মহাদেশের সাথে ভারতীয়
কর্ণাটক ক্র্যাটন যুক্ত ছিল। ১২ কোটি খ্রিষ্টপূর্বাব্দের
দিকে ভারত পৃথক হয়ে যায় এবং
উত্তর দিকে অগ্রসর হতে থাকে।
১০-৮ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে বিচ্ছিন্ন ভারতীয় ভূখণ্ডে ভূসংকোচনের
পশ্চিমঘাট পর্বতমালার
উত্থান হতে থাকে। ৬.৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দের
ভিতরে পশ্চিমঘাট পর্বতমালার অধিকাংশ
পাহাড়গুলো উদ্ভব হয়। পরে ১.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে অগ্ন্যুৎপাতের ফলে
লাভাস্রোত এই পাহাড়ি অঞ্চলে ব্যাপকভাবে প্লাবিত করেছিল।