রাখাইন প্রদেশ
মিয়ানমারের
পশ্চিম উপকূলে অবস্থিত একটি প্রদেশ। এর প্রাচীন নাম ছিল
আরাকান।
রাখাইন প্রদেশের ইতিহাস:
দেখুন
আরাকান রাজ্য।
এর উত্তরে
চীন গণপ্রজাতন্ত্র, পূর্বে
ম্যাগওয়ে অঞ্চল, ব্যাগো অঞ্চল এবং আয়েইয়ারওয়াদি অঞ্চল,
পশ্চিমে
বঙ্গোপসাগর, উত্তর-পশ্চিমে
বাংলাদেশের
চট্টগ্রাম
বিভাগ। এই অঞ্চলের
আরাকান পর্বতমালা,
মিয়ানমারের
মূলভূখণ্ড থেকে এই অঞ্চলকে পৃথক করে রেখেছে। এই অঞ্চলের আয়তন ৩৬,৭৬২ বর্গকিলোমিটার
(১৪,১৯৪ বর্গমাইল)। এর রাজধানীর নাম সিত্তে।
রাখাইন নাম নিয়ে একাধিক মতবাদ আছে। যেমন-
১. ধারণা করা হয় রাখাইন শব্দটি এসেছে পালিশব্দ 'রাক্ষপুরা' (সংস্কৃতঃ রাক্ষসপুরা) থেকে। এক সময় আর্যরা নেগ্রিটো মনুষ্যকুলকে রাক্ষস হিসেবে অভিহিত করতো। সম্ভবত এই অঞ্চলে এক সময় নেগ্রিটোরা বাস জরতো। রাখাইন ভাষায় তারা তাদের দেশকে রাখাইনপ্রে নামে অভিহিত করে। আর রাখাইন আদিবাসিদের ভাষায় এর নাম রাখাইনথা।
২. আর্য বংশোদ্ভূত প্রকৃতি উপাসক রাখাইনরা প্রাচীনযুগে মগধ রাজ্যে বসবাস করত। উল্লেখিত সময়ে মগধ থেকে রখঙ্গ, রখাইঙ্গপি, আরখঙ্গ, রোসাঙ্গ, রাখাইনপ্রে বা আরাকানে এসে বসবাস শুরু করলে মগধী বা মগ রূপে ইতিহাসে পরিচিতি লাভ করে।
৩. প্রাচীন তথ্যানুসারে জানা যায়, ক্লডিয়াস টলেমি এই অঞ্চলকে Argyré নামে অভিহিত করেছিলেন। পর্তুগিজ নাবিকরা এর নাম দিয়েছিলেন Arracao ইউরোপ ও ভারতবর্ষের মানুষের কাছে এর পরিচয় ছিল আরাকান। একই সাথে পর্তুগীজ 'আরাকো' শব্দটি নামে পরিবর্তিত হয়, 'রাখাইন' শব্দেরও উৎপত্তি হয়েছিল।
১৯৪৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত এই অঞ্চলকে আরাকান বা রাখাইন নামে অভিহিত করা হতো। ১৯৪৮ খ্রিষ্টাব্দে বার্মা স্বাধীনতা লাভ করার পর আরাকান রাজ্য বার্মার রাখাইন প্রদেশে পরিণত হয়। বর্তমানে এই প্রদেশে রয়েছে ৫টি জেলা। এগুলো হলো-
সিৎউই জেলা: আয়তন ১২,৫০৪ বর্গকিলোমিটার। জেলা সদর সিৎউই। এই জেলাটি ৪টি টাউনশিপ নিয়ে গঠিত। এগুলো হলো- পায়ুকটাও, পোন্নাগুয়ুন, রাথেডায়ুং এবং সিৎউই।
ম্রায়ুক-উ জেলা: সিৎউই জেলা থেকে কেটে এই জেলা সৃষ্টি হয়েছে। এর জেলা সদর ম্রায়ুক-উ। এই জেলাটি ৪টি টাউনশিপ নিয়ে গঠিত। এগুলো হলো- কিয়ায়ুকটাও, ম্রায়ুক-উ, মিনাবাইয়া এবং মাইয়াবোন।
মাউঙ্গডাও জেলা: আয়তন ৩,৫৩৮ বর্গকিলোমিটার। এর জেলা সদর মাউঙ্গডাও। এই জেলাটি দুটি টাউনশিপ নিয়ে গঠিত। টাউনশিপ দুটি হলো- মাউঙ্গডাও ও বুথিডায়ুং।
কিয়ায়ুকফিয়ু: আয়তন ৯,৯৮৪ বর্গকিলোমিটার। এর জেলা সদর কিয়ায়ুকফিয়ু। এই জেলাটি ৪টি টাউনশিপ নিয়ে গঠিত। টাউনশিপ ৪টি হলো- কিয়ায়ুকফিয়ু, মানায়ুং, রাম্রি ও আন্ন।
থান্ডউই: আয়তন ১০,৭৫৩ বর্গকিলোমিটার। এর জেলা সদর থান্ডউই। এই জেলাটি ৩টি টাউনশিপ এবং ২টি সাবটাউনশিপ নিয়ে গঠিত। টাউনশিপ ৩টি হলো- থান্ডউই, টৌঙ্গুপ ও গওয়া। সাপ-টাউনশিপ ২টি হলো মায়েই ও কিয়েইনটালি।