আমু দরিয়া
শব্দ-উৎস:তাজিক Амударё আমুদরিয়ো, ফার্সি ভাষা آمودریا (আমু দরিয়া)> বাংলা আমু দরিয়া।
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { নদী| জলাঙ্গী | স্বতন্ত্র সত্তা | দৈহিক সত্তা | সত্তা | }

অর্থ: মধ্য এশিয়ার একটি নদী। পামির মালভূমি থেকে এই নদী উৎপন্ন হয়ে আফগানিস্তান, তাজিকিস্তান, তুর্কেমেনিস্তান এবং উজবেকিস্তানের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে অরাল সাগরে পতিত হয়েছে। এর দৈর্ঘ্য প্রায় ২৪০০ কিলোমিটার (১৫০০ মাইল)।

পামির মালভূমি থেকে উৎপন্ন অপর নদী হলো সির দরিয়া। অনেক সময় এই দুটি নদীকে যমজ নদী বলা হয়।

হিন্দুকুশ পার্বত্য অঞ্চল এবং এই নদীর মধ্যবরতী অঞ্চলে ছিল বহ্লীক বা ব্যাক্‌ট্রিয়া রাজ্য। ১৮৮৬ খ্রিষ্টাব্দে রুশ-আফগান বিরোধের নিরসনের জন্য আমুদরিয়াকে দুই দেশের সীমানা নির্ধারক নদী হিসেবে গ্রহণ করা হয়। ১৮৯৫ খ্রিষ্টাব্দে এই সিদ্ধান্ত চূড়ান্তভাবে গৃহীত হয়েছিল।