ফেল্ডস্পার
Feldspar
এটি কেলাসিত আগ্নেয় শিলার দলগত উপাদান বিশেষ। এতে
এ্যালুমিনিয়াম,
সিলিকন এবং
অক্সিজেন
মূল যৌগিক পদার্থ থাকে। এর সাথে থাকতে পারে
পটাশিয়াম,
সোডিয়াম বা
ক্যালসিয়াম।
এছাড়া কিছু ফেল্ডস্পারে বারিয়ামের উপস্থিত লক্ষ্য করা যায় এই চারটি
মৌলিক
পদার্থথের সূত্রে ফেল্ডস্পারের ৪টি শ্রেণির হয়ে থাকে। এই শ্রেণি তিনটি হলো-
- পটাশিয়াম ফেল্ডস্পার KAlSii3O8
- এ্যাল্বাইট NaAlSi3O8
- এ্যানোর্থাইট CaAl2Si2O8
- বারিয়াম ফেল্ডস্পার BaAl2Si2O8
এ সকল ফেল্ডস্পারের সংমিশ্রণে আবার তৈরি হয়,
ভিন্ন ভিন্ন ধরনের ফেল্ডস্পার গ্রুপ। যেমন-
- ক্ষারীয় ফেল্ডস্পার
(Alkali feldspars):
এই জাতীয় ফেল্ডস্পারে গঠিত হতে
পারে একক পটাশিয়াম ফেল্ডস্পার বা পটাশিয়াম ফেল্ডস্পারের সাথে এ্যাল্বাইট বা
বারিয়াম ফেল্ডস্পারের কঠিন সংমিশ্রণে। এই শ্রেণির ফেল্ডাস্পারের মধ্যে রয়েছে-
- অর্থোক্ল্যাজ [[orthoclase
(monoclinic)] KAlSi3O8
- সানিডাইন [sanidine
(monoclinic)] (K,Na)AlSi3O8
- মাইক্রক্লাইন [microcline
(triclinic)] KAlSi3O8
- এ্যান্থ্রোকক্ল্যাজ [anorthoclase
(triclinic)] (Na,K)AlSi3O8
- সেলাসিয়ান
[celsian] BaAl2Si2O8
- হাইয়ালোফ্যান [hyalophane]
(K,Ba)(Al,Si)4O8
- প্লাগিয়োক্ল্যাজ ফেল্ডস্পার
(Plagioclase feldspars): এ্যাল্বাইট এবং
এ্যাল্বাইট ও এ্যানোর্থাইটের কঠিন সংমিশ্রণের সাধারণ নাম। এই শ্রেণির
ফেল্ডাস্পারের মধ্যে রয়েছে-
-
এ্যাল্বাইট
[albite] (0 to 10) NaAlSi3O8
-
ওলিগোকল্যাজ [oligoclase]
(10 to 30) (Na,Ca)(Al,Si)AlSi2O8
-
এ্যান্ডেসাইন [andesine]
(30 to 50) NaAlSi3O8—CaAl2Si2O8
-
ল্যাব্রাডোরাইট [labradorite] (50 to 70) (Ca,Na)Al(Al,Si)Si2O8
-
বাইটোনাইট [bytownite](70 to 90) (NaSi,CaAl)AlSi2O8
-
এ্যানোর্থাইট [anorthite] (90 to 100) CaAl2Si2O8