আঁক্
ক্রিয়াপদ উৎপাদক ক্রিয়ামূল।
উৎস:  সংস্কৃত অঙ্ক্ (থাকা)> প্রাকৃত অংক> বাংলা আঁক্
গণ: ব্যঞ্জনান্ত ৩: আঁক গণ

এর ভাবগত অর্থ হলো- অঙ্কন করা, চিহ্নিত করা। এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন সকর্মক ক্রিয়া বাংলাতে ব্যবহৃত হয়। নিচে এই ধাতু থেকে উৎপন্ন ক্রিয়াপদের তালিকা তুলে ধরা হলো।

চলিত রূপ
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ আঁকে আঁকেন আঁকেন আঁক আঁক্ , আঁকিস আঁকি
ঘটমান আঁকছে আঁকছেন আঁকছেন আঁকছ আঁকছিস আঁকছি
পুরাঘটিত এঁকেছে এঁকেছেন এঁকেছেন এঁকেছ এঁকেছিস এঁকেছি
অনুজ্ঞা আঁকুক আঁকুন আঁকুন আঁকো আঁক্  
অতীত সাধারণ আঁকল আঁকলেন আঁকলেন আঁকলে আঁকলি আঁকলাম
নিত্যবৃত্ত আঁকত আঁকতেন আঁকতেন আঁকতে আঁকতি আঁকতাম
ঘটমান আঁকছিল আঁকছিলেন আঁকছিলেন আঁকছিলে আঁকছিলি আঁকছিলাম
পুরাঘটিত এঁকেছিল এঁকেছিলেন এঁকেছিলেন এঁকেছিলে এঁকেছিলি এঁকেছিলাম
ভবিষ্যৎ সাধারণ আঁকবে আঁকবেন আঁকবেন আঁকবে আঁকবি আঁকব
ঘটমান আঁকতে থাকবে আঁকতে থাকবেন আঁকতে থাকবেন আঁকতে থাকবে আঁকতে থাকবি আঁকতে থাকব
পুরাঘটিত এঁকে থাকবে এঁকে থাকবেন এঁকে থাকবেন এঁকে থাকবে এঁকে থাকবি এঁকে থাকব
অনুজ্ঞা আঁকবে আঁকবেন আঁকবেন এঁকো আঁকবি  
সাধু রূপ 
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ আঁকে আঁকেন আঁকেন আঁক আঁকিস আঁকি
ঘটমান আঁকিতেছে আঁকিতেছেন আঁকিতেছেন আঁকিতেছ আঁকিতেছিস আঁকিতেছি
পুরাঘটিত আঁকিয়াছে আঁকিয়াছেন আঁকিয়াছেন আঁকিয়াছ আঁকিয়াছিস আঁকিয়াছি
অনুজ্ঞা আঁকুক আঁকুন আঁকুন আঁকিও আঁকিস  
অতীত সাধারণ আঁকিল আঁকিলেন আঁকিলেন আঁকিলে আঁকিলি আঁকিলাম
নিত্যবৃত্ত আঁকিত আঁকিতেন আঁকিতেন আঁকিতে আঁকিতিস আঁকিতাম
ঘটমান আঁকিতেছিল আঁকিতেছিলেন আঁকিতেছিলেন আঁকিতেছিলে আঁকিতেছিলি আঁকিতেছিলাম
পুরাঘটিত আঁকিয়াছিল আঁকিয়াছিলেন আঁকিয়াছিলেন আঁকিয়াছিলে আঁকিয়াছিলি আঁকিয়াছিলাম
ভবিষ্যৎ সাধারণ আঁকিবে আঁকিবেন আঁকিবেন আঁকিবে আঁকিবি আঁকিব
ঘটমান আঁকিতে থাকিবে আঁকিতে থাকিবেন আঁকিতে থাকিবেন আঁকিতে থাকিবে আঁকিতে থাকিবি আঁকিতে থাকিব
পুরাঘটিত আঁকিয়া থাকিবে আঁকিয়া থাকিবেন আঁকিয়া থাকিবেন আঁকিয়া থাকিবে আঁকিয়া থাকিবি আঁকিয়া থাকিব
অনুজ্ঞা আঁকিবে আঁকিবেন আঁকিবেন আঁকিয়ো আঁকিবি  

অসমাপিকা ক্রিয়া :          সাধু রীতি : আঁকিতে, আঁকিলে, আঁকিয়া।          চলিত রীতি :  আঁকতে, আঁকলে, এঁকে