অঞ্চিত শিরকর্ম
ঊর্ধ্বক্রমবাচকতা
{
নৃত্যকর্ম|
বিনোদন|
নির্দিষ্ট কার্যকলাপ |
মনুষ্য কার্যকলাপ |
ঘটনা |
মনস্তাত্ত্বিক ঘটনা |
বিমূর্তন |
বিমূর্ত সত্তা |
সত্তা |}
শিরকর্মের
অংশ
বিশেষ। নৃত্যকর্মের সময় শরীরের বিভিন্ন অংশ সঞ্চালিত করা হয়। এর ভিতরে মস্তকের
সঞ্চালকে
শিরকর্ম বলা হয়।
অভিনয় দর্পণের মতে
শিরকর্ম
৯
প্রকার। এর ভিতরে অঞ্চিত শিরকর্ম একটি।
এই শিরকর্মে গ্রীবা একপাশে অল্প
ঘুরিয়ে শির নত করা
হয় । সাধারণত ব্যাধি, মূর্চ্ছা, উদ্বেগ, মত্ততা,
বেদনার্ত ভাব, চিন্তা ইত্যাদির ভাব প্রকাশের জন্য এই প্রকার
অঞ্চিত শিরকর্ম করা হয়।
সূত্র : ভারতের নৃত্যকলা। গায়ত্রী চট্টোপাধ্যায়।
নবপত্র প্রকাশন, ১৮৮৯