ব্রহ্ম মতে- রাগ বাসন্ত। এর অধীনস্ত ৬টি রাগিণী হলো- দেশী, দেবগিরী, বরাটী, তোড়ি, ললিতা ও হিন্দোলী
বর্তমানে এই রাগকে কেউ কেউ মারবা ঠাটের অন্তর্গত রাগ হিসেবে বিবেচনা করে থাকেন। পূর্বী ঠাটের বসন্তে কেউ কেউ উভয় মধ্যম ব্যবহার করে থাকেন। ভাতখণ্ডে উভয় মধ্যমের ব্যবহার দেখিয়েছেন। তাঁর মতে এতে কোমল গান্ধারও ব্যবহার করা যায়।
আরোহণ: স গ, হ্ম দ র্ঋ র্স
অবরোহণ: র্ঋ ন দ প, হ্ম গ, হ্ম দ হ্ম গ ঋ সঠাট: পূরবী
জাতি: ঔড়ব-সম্পূর্ণ।
বাদীস্বর: র্স
সমবাদী স্বর: প
সময়: রাত্রি দ্বিতীয় প্রহর। বসন্ত ঋতুর যে কোনো সময়।পকড়: হ্ম দ র্ঋ র্স, ন র্স র্ঋ ন দ প, গ হ্ম দ ন হ্ম গ