১৫৯০-১৬০০ খ্রিষ্টাব্দের ভিতরে অঙ্কিত শ্রী রাগ। |
ঠাট: পূরবী
আরোহণ : স ঋ ঋ, স ঋ, হ্ম প ন র্স
অবরোহণ : র্স ন দ প, হ্ম গ ঋ, গ ঋ, ঋ স
জাতি: ঔড়ব-সম্পূর্ণ। বাদীস্বর: ঋ
সমবাদী স্বর: প
অঙ্গ: পূর্বাঙ্গ।
সময়: সায়ংকালীন সন্ধিপ্রকাশ রাগ
পকড় : স, ঋ ঋ, স, প, হ্ম গ ঋ, গ ঋ, গ ঋ, স
এটি একটি প্রাচীন রাগ। আগে এই রাগে কোমল গান্ধার ও কোমল নিষাদ ব্যবহার করা হতো। তখন এই রাগ কাফি ঠাটের অন্তর্গত ছিল। কর্ণাটকী পদ্ধতিতে এই রাগ কাফি ঠাটের অন্তর্গত। পর্বর্তী সময়ে এই রাগে শুদ্ধ গান্ধার ব্যবহৃত হতে থাকে। তখন এর ঠাট ছিল খাম্বাজ। বর্তমানে এই রাগে কড়ি মধ্যম ও কোমল ঋষভ ব্যবহার করা হয়। সে কারণে একে পূরবী ঠাটের মধ্যে নেওয়া হয়েছে।