বেহগড়া
সমনাম : বেহাগরা।
সমপ্রকৃতির রাগ :
বেহাগ
উত্তর ভারতীয় সঙ্গীতশাস্ত্রে বর্ণিত রাগ বিশেষ। এটি বিলাবল
ঠাট থেকে উৎপন্ন ঔড়ব-সম্পূর্ণ জাতীয় রাগ। সৌন্দর্য বৃদ্ধির জন্য এই রাগে
সামান্য কড়ি মধ্যম ব্যবহৃত হয়। এছাড়া বিবাদী স্বর হিসেবে কোমল নিষাদও ব্যবহার করা
যায়।
আরোহণ:
ন্সগ, মপ, ধণধপ, নর্স।
অবরোহণ
: র্স ন ধ প, ণধপ, গমগ, মগরস।
ঠাট
: বিলাবল।
জাতি
: ষাড়ব-সম্পূর্ণ।
বাদীস্বর
: শুদ্ধ গান্ধার।
সমবাদী স্বর
: শুদ্ধ নিষাদ।
অঙ্গ
:
পূর্বাঙ্গ।
সময়
: রাত্রি দ্বিতীয় প্রহর।
পকড় :
গমপ, ণধপ, গমগ, রস।
অন্যমতে আরোহণে ঋষভ ও ধৈবত বর্জিত। এই মতে জাতি ঔড়ব-সম্পূর্ণ। বাদী মধ্যম ও সম্বাদী-ষড়্জ।
তথ্যসূত্র:
সঙ্গীত শাস্ত্র।
তৃতীয় খণ্ড। শ্রীইন্দু ভূষণ রায়।