বিলাসখানি টোড়ি
সমনাম : বিলাসখানি টোড়ি।
উত্তর ভারতীয় সঙ্গীতশাস্ত্রে বর্ণিত রাগ বিশেষ। কথিত আছে মিঞা তানসেনের পুত্র
হিসেবে বিলাস খাঁ এই রাগটি সৃষ্টি করেছিলেন।
এটি
ভৈরবী
ঠাট থেকে উৎপন্ন ঔড়ব-সম্পূর্ণ জাতীয় রাগ। যদিও এই রাগ
ভৈরবী
ঠাটের কিন্তু রাগটি
টোড়ি
অঙ্গে গাওয়া হয়। এই জন্য এই রাগকে অনেকে
টোড়ির
ভিন্নতর প্রকরণ হিসেবে বিবেচনা করা হয়। এই রাগের জাতি নিয়ে মতানৈক্য রয়েছে।
প্রথাগতভাবে এই রাগকে ঔড়ব-সম্পূর্ণ ধরা হয়। কিন্তু মতান্তরে একে ষাড়ব-সম্পূর্ণ বলা
হয়।
আরোহণ:
স ঋ জ্ঞ প, দ র্স।
অবরোহণ
: র্স ণধ প, দ মজ্ঞ রগর রস।
ঠাট
:
ভৈরবী।
জাতি
: ঔড়ব-সম্পূর্ণ।
বাদীস্বর
: শুদ্ধ ধৈবত।
সমবাদী স্বর
: কোমল গান্ধার।
অঙ্গ
:
উত্তরাঙ্গ।
সময়
:
দিনের প্রথম প্রহর।
পকড় :
দম, জ্ঞঋ, জ্ঞঋ স।
অন্যমতে আরোহণে ঋষভ ও ধৈবত বর্জিত। এই মতে জাতি ঔড়ব-সম্পূর্ণ। বাদী মধ্যম ও সম্বাদী-ষড়্জ।
তথ্যসূত্র:
সঙ্গীত শাস্ত্র।
তৃতীয় খণ্ড। শ্রীইন্দু ভূষণ রায়।