বৈরাগী


উত্তর
ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে ভৈরব ঠাটের অন্তর্গত রাগ বিশেষ।  এই রাগের পূর্বাঙ্গ ভৈরব এবং উত্তরাঙ্গ সারং-এর মতো। এই কারণে এই রাগের সাথে সারং এর কিছু  মিল পাওয়া যায়। অবশ্য কোমল ঋষভ এর ব্যবহার সারং  ভিন্ন ধরনের। এর প্রকৃতি শান্ত ।

    আরোহণ:  স ঋম,প ণ র্স।
   
অবরোহণ : র্স ণ প ম ঋ স।
    ঠাট : ভৈরব
   
জাতি : ঔড়ব-ঔড়ব। (গ ও ধ বর্জিত)
   
বাদীস্বর :
   
সমবাদী স্বর :
   
অঙ্গ :  পূর্বাঙ্গ
   
সময় : প্রাতঃকাল।
    পকড় : ম, পণ  পম, মঋ সা


তথ্যসূত্র:
উচ্চাঙ্গ ক্রিয়াত্মক সঙ্গীত। শক্তিপদ ভট্টাচার্য। নাথ ব্রাদার্স।  ২২ সেপ্টেম্বর ১৯৮৭।