গোপিকা বসন্ত
উত্তর ও দক্ষিণ ভারতীয় রাগ-সঙ্গীতে এই রাগের উল্লেখ রয়েছে। উত্তর ভারতীয় সঙ্গীত
পদ্ধতিতে এই রাগের ঠাটের নাম নিয়ে বিতর্ক রয়েছে। তাছাড়া একে অপ্রচলিত রাগ হিসেবেই
বিবেচনা করা হয়। এই রাগের পূর্বাঙ্গে
মালকোষ
এবং উত্তরাঙ্গে
জৌনপুরী'র
প্রভাব লক্ষ্য করা যায়। তবে একে সঙ্কীর্ণ প্রকৃতির রাগ হিসেবে বিবেচনা করা হয়।
আরোহণ: সজ্ঞম, পদণর্স
অবরোহণ : র্সণদপ, মজ্ঞস
ঠাট :
জাতি : ষাড়ব-ষাড়ব (ঋষভ বর্জিত)।
বাদীস্বর : ম
সমবাদী স্বর : স
অঙ্গ : পূর্বাঙ্গ।
সময়
:
দিবা ভাগ।
পকড় : জ্ঞণ্স, পর্স
দপ, জ্ঞ, মজ্ঞস।
তথ্যসূত্র:
উচ্চাঙ্গ
ক্রিয়াত্মক সঙ্গীত। শক্তিপদ ভট্টাচার্য। নাথ ব্রাদার্স। ২২ সেপ্টেম্বর ১৯৮৭।