গুণকলি (রাগ)
অন্যান্য নাম : গুণকেলী,
গুণকৃ, গুণকিরি, গুণগিরি, গুণক্রিয়া, গৌণ্ডক।
উত্তর
ভারতীয়
সঙ্গীত পদ্ধতিতে
ভৈরব
ঠাটের অন্তর্গত রাগ বিশেষ। এই রাগে গান্ধার ও নিষাদ বর্জিত। এর ম ঋ এর ভিতরে সৃষ্ট
মীড় ভৈরব অঙ্গকে প্রকাশ করে। এই রাগে কোমল নিষাদকে ধৈবতের সাথে বিবাদী স্বর হিসেবে
ব্যবহার করা হয়। এর প্রকৃতি গম্ভীর।
বিলাবল ঠাটে একপ্রকার গুণকেলি আছে। তবে এই রাগটি গুণকল্যাণ নামেই পরিচিত।
আরোহণ: স ঋ মপ দ র্স
অবরোহণ : র্স দ প, ম ঋ স
জাতি : ঔড়ব-ঔড়ব।
বাদীস্বর : কোমল ধৈবত
সমবাদী স্বর : ঋষভ
অঙ্গ : উত্তরাঙ্গ।
সময়
:
প্রাতঃকাল।
পকড় : স মঋ
মঋ স
তথ্যসূত্র:
সংগীত পরিচিতি (উত্তর ভাগ)। শ্রীনীলরতন বন্দ্যোপাধ্যায়। ৪ এপ্রিল, ১৯৭৯।
রাগ-রূপায়ণ (প্রথম খণ্ড)। সুরেশ চক্রবর্তী। জেনারেল প্রিন্টার্স য়্যান্ড
পাব্লিশারস্ প্রাইভেট লিমিটেড।