জৈতকল্যাণ
উত্তর ভারতীয়
সঙ্গীত পদ্ধতিতে
কল্যাণ
ঠাটের অন্তর্গত রাগ বিশেষ।
এই রাগকে কল্যাণ রাগের একটি ভিন্নতর প্রকরণ হিসেবে বিবেচনা করা হয়।
আরোহণ: স র গ প ধ স
অবরোহণ : র্স ধ প গ র স
জাতি : ঔড়ব-ঔড়ব।
বাদীস্বর : প
সমবাদী স্বর : ?
অঙ্গ : পূর্বাঙ্গ।
সময়
:
রাত প্রথম প্রহর।
পকড় : স, গ, পগ,
পধপগ, রস, পগ পধগ।
তথ্যসূত্র:
হিন্দুস্থানী সংগীত পদ্ধতি (দশম খণ্ড)। পণ্ডিত বিষ্ণুনারায়ণ ভাতখণ্ডে।
বঙ্গানুবাদ : অসীমকুমার চট্টোপাধ্যায়। কার্তিক ১৩৯৮