ললিত গৌরী
উত্তর
ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে ভৈরব ঠাটের অন্তর্গত রাগ বিশেষ। এই রাগের সাথে রাগ গৌরী'র কিছু মিল পাওয়া যায়।

    আরোহণ:  ‌স,ঋগম, হ্মম, গমপদ, পদনর্স

    অবরোহণ : র্সনদপ, দপ, দহ্মম, হ্মগঋস

    ঠাট : ভৈরব 

    জাতি : সম্পূর্ণ -সম্পূর্ণ (বক্র)।

    বাদীস্বর : মধ্যম

    সমবাদী স্বর : ষড়্‌জ

    অঙ্গ :  পূর্বাঙ্গ।

    সময় : সায়ংকাল।
    পকড় : দ‌ম, দহ্মমগ, হ্মঋস


তথ্যসূত্র:
উচ্চাঙ্গ ক্রিয়াত্মক সঙ্গীত। শক্তিপদ ভট্টাচার্য। ১৫ এপ্রিল ১৯৮৩।