ালবী
উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে শ্রী অঙ্গের রাগ। ঠাটের বিচারে একে পূরবী ঠাটের অন্তর্গত করা হয়েছে। এই রাগ বেশ অপ্রচলিত। এই কারণে এর বাদী, সমবাদী, ন্যাস সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায় না। অবরোহণে ধৈবত খুবই দুর্বলভাবে ব্যবহার করা হয়।

    আরোহণ:  স ঋ গ হ্ম প দ র্স

    অবরোহণ : স ন দ প হ্ম গ ঋ স

    ঠাট : পূরবী

    জাতি : ষাড়ব-সম্পূর্ণ।

    বাদীস্বর : ?

    সমবাদী স্বর : ?

    অঙ্গ :  ?

    সময় : সায়ংকালীন সন্ধিপ্রকাশ।
    পকড় : ন্ ঋ গ, হ্ম প দ প, হ্ম ঋ গ, দ হ্ম, ঋ স।


তথ্যসূত্র:
রাগ-রূপায়ণ (প্রথম খণ্ড)। সুরেশচন্দ্র চক্রবর্তী।