মনোরঞ্জনী
দক্ষিণ ভারতীয় সঙ্গীত
পদ্ধতির মানবতী বা মনোরঞ্জনী মেলের রাগ বিশেষ। উল্লেখ্য বেঙ্কটমখীর মেল তালিকায় এর
নাম মনোরঞ্জনী এবং গোবিন্দাচার্যের দেওয়া নাম মানবতী। এই রাগে চতুঃশ্রুতি ধৈবত (ধি)
ও কাকালী নিষাদ (নু) ব্যবহৃত হয়।
মেল
: মনোরঞ্জন/মানবতী
আরোহণ:
স র ম প ধি নু র্স
অবরোহণ: র্স নু ধি প ম গ র স
জাতি:
ষাড়ব (গান্ধার বর্জিত)-সম্পূর্ণ
উত্তর ভারতীয় সঙ্গীতে এই
রাগের ব্যবহার লক্ষ্য করা যায় না। কাজী নজরুল ইসলামের রচিত একটি গানের এই রাগের
প্রয়োগ দেখা যায়। গানটি হলো-
তথ্যসূত্র:
- রাগ বিজ্ঞান অভিধান। নিত্যানন্দ কর্মকার। প্রগ্রেসিভ পাবলিশার্স। কলিকাতা।
ফেব্রুবারি ২০০৭। পৃষ্ঠা: ৫১।