নট ভৈরব
উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে ভৈরব ঠাটের অন্তর্গত রাগ বিশেষ।

এই রাগের পূর্বাঙ্গ নট এবং উত্তরাঙ্গ ভৈরব। পঞ্চমের সাথে কোমল ধৈবতের স্বর সমন্বয় ঘটে, তা ষড়্জ কোমল ঋষভের হয় না। ফলে এই রাগটির নান্দনিক অনু্ভূতিকে আলোড়িত করে না। এই দুই ধরনের স্বরসমন্বয়-এর জন্য এই রাগ খুব যত্নের সাথে পরিবেশন করা হয়। এই রাগের প্রকৃতি গম্ভীর। এর উত্তরাঙ্গ ভৈরবের মতো হওয়ায় একে ভৈরব অঙ্গের রাগ হিসেবে বিবেচনা করা হয়।
আরোহণ: স র গ ম প দ ন র্স
অবরোহণ: র্সন দ, প, মগরস
ঠাট: ভৈরব
জাতি: সম্পূর্ণ-সম্পূর্ণ।
বাদীস্বর: ম
সমবাদী স্বর: স (মতান্তরে গ)
অঙ্গ: পূর্বাঙ্গ।
সময়: দিবা দ্বিতীয় প্রহর।
পকড়: প, রেগমপ, দপ, গমরস।

তথ্যসূত্র: