নট ভৈরব

উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে ভৈরব ঠাটের অন্তর্গত রাগ বিশেষ। এটি একটি অপ্রচলিত রাগ। এই রাগের পূর্বাঙ্গ নট এবং উত্তরাঙ্গ ভৈরব। পঞ্চমের সাথে কোমল ধৈবতের স্বর সমন্বয় ঘটে, তা ষড়্জ কোমল ঋষভের হয় না। ফলে এই রাগটির নান্দনিক অনু্ভূতিকে আলোড়িত করে না। এই দুই ধরনের স্বরসমন্বয়-এর জন্য এই রাগ খুব যত্নের সাথে পরিবেশন করা হয়। এই রাগের প্রকৃতি গম্ভীর

 
 
 
  আরোহণ: স র গ ম  প, মপ দ ন র্স
অবরোহণ : র্সন দ, প, রেগমপ. গমরস
ঠাট : ভৈরব
জাতি : সম্পূর্ণ-সম্পূর্ণ।
বাদীস্বর : ম
সমবাদী স্বর : স (মতান্তরে গ)
অঙ্গ :  পূর্বাঙ্গ।
সময় : দিবা দ্বিতীয় প্রহর।
পকড় : প, রেগমপ, দপ, গমরস।

তথ্যসূত্র:
উচ্চাঙ্গ ক্রিয়াত্মক সঙ্গীত। শক্তিপদ ভট্টাচার্য। নাথ ব্রাদার্স।  ২২ সেপ্টেম্বর ১৯৮৭।