সাওয়নীকল্যাণ
উত্তর ভারতীয়
সঙ্গীত পদ্ধতিতে
কল্যাণ
ঠাটের অন্তর্গত রাগ বিশেষ।
এই রাগ ততটা প্রচলিত নয়। এই রাগের বিস্তার মন্দ্র ও মধ্য সপ্তকে।
আরোহে মধ্যম ও নিষাদ দুর্বল।
আরোহণ: স র গ হ্ম প ন ধ স
অবরোহণ : র্স ন ধ প হ্ম গ র স
জাতি : সম্পূর্ণ-সম্পূর্ণ।
বাদীস্বর : স
সমবাদী স্বর : ?
অঙ্গ : পূর্বাঙ্গ।
সময়
:
রাত প্রথম প্রহর।
পকড় : গরস,
ন্ধ্ন্ধ্, প্স, রগরস, সসহ্মগ, পপধ, পধপগ, রসধ্ গরস।
তথ্যসূত্র:
হিন্দুস্থানী সংগীত পদ্ধতি (দশম খণ্ড)। পণ্ডিত বিষ্ণুনারায়ণ ভাতখণ্ডে।
বঙ্গানুবাদ : অসীমকুমার চট্টোপাধ্যায়। কার্তিক ১৩৯৮