শ্যাম
উত্তর ভারতীয় 
সঙ্গীত পদ্ধতিতে 
কল্যাণ 
ঠাটের অন্তর্গত রাগ বিশেষ। 
এটি একটি প্রায় অপ্রচলিত রাগ। ইমন কেদার ও হাম্বীর রাগের মিশ্রণে এই রাগের সৃষ্টি 
হয়েছে।
আরোহণ: স র ম ম, প ধ ন র্স
অবরোহণ : র্স ন ধ প, হ্ম, গ, প গ রস
জাতি : ষাড়ব-সম্পূর্ণ।
বাদীস্বর : পঞ্চম
সমবাদী স্বর : ঋষভ
অঙ্গ : পূর্বাঙ্গ।
    
সময় 
: 
রাত প্রথম প্রহর।
   
পকড় : প গ ম, ধ ন স, 
ধপ, হ্ম প, গ ম  র ন্ স
তথ্যসূত্র:
রাগশ্রেণী। পণ্ডিত ভীমরাও শাস্ত্রী। ১৩৫৩। পৃষ্ঠা: ৩৭-৩৩।