শুদ্ধ কানাড়া
কানাড়া অঙ্গের রাগের শুদ্ধতম রূপ হলো শুদ্ধ কানাড়া। এই রাগের বিশেষ রূপ যখন অন্য কোনো রাগের ভিতরে সাধারণ বৈশিষ্ট্য হিসাবে প্রকাশ করা হয়, তখন তাকে কানাড়া অঙ্গের রাগ বলা হয়। এর গতি বিলম্বিত এবং বক্র। গান্ধার ও ধৈবত সব সময়ই মধ্যম ও নিষাদযুক্ত থাকে। এবং এই স্বরদ্বয় আন্দোলিত হয়।

    অবরোহণ : স র ম জ্ঞ ম প ণ ধ ণ র্স
   
আরোহণ: র্স ধ ণ প ম জ্ঞ ম র স
   
ঠাট : কাফি
    জাতি : সম্পূর্ণ-সম্পূর্ণ
   
বাদীস্বর : প
   
সমবাদী স্বর : স
   
অঙ্গ :  পূর্বাঙ্গ।
   
সময় : রাত্রি দ্বিতীয় প্রহর।


 

তথ্যসূত্র: