সুহা-কানাড়া
উত্তর ভারতীয় সঙ্গীত শাস্ত্রে বর্ণিত কাফি ঠাটের অন্তর্গত রাগ বিশেষ। এর অঙ্গ কানাড়া। এর চলন বেশ জটিল।এই রাগটি তৈরি হয়েছে কানাড়া ও মল্লার বা মেঘ-এর সংমিশ্রণে।
আরোহণ : ণ্‌স জ্ঞমপ, ণপ, র্স
অবরোহণ : র্স ণপ, মপ জ্ঞম, রসা।
ঠাট কাফি
জাতি ঔড়ব (ঋষভ ও ধৈবত বর্জিত)-ষাড়ব (ধৈবত বর্জিত)
বাদীস্বর: মধ্যম
সমবাদী স্বর : ষড়্‌জ
অঙ্গ :  পূর্বাঙ্গ।
সময়: দিবা দ্বিতীয় প্রহর
পকড় : পজ্ঞ ম রস, মপ, ণপ, মপ, ণ র্স, ণ প, মপ জ্ঞম রস