অসুর
বেদের প্রাচীন অংশে অসুর ও দেবতা সমার্থক শব্দ। এই শ্রেণিতে দৈত্য, দানবদেরও (দনুর পুত্র অর্থে) অন্তর্ভুক্ত করা হয়। পারসিক ধর্মগ্রন্থ আবেস্তাতে একে বলা হয় আহুর। বেদে ইন্দ্র, অগ্নি এবং বরুণকে অসুর বলা হয়েছে। পরবর্তীকালে অসুর শব্দের অর্থ পাল্টে গেছে। মহাভারতের মতে- দেবতার সাথে বিরোধ করে এবং সমুদ্র মন্থনকালে যাঁরা অমৃতের ভাগ থেকে বঞ্চিত হয় তাঁরাই অসুর নামে অভিহিত হন। ঐতরেয় ও শতপথ ব্রাহ্মণের মতে, প্রজাপতির প্রাণবন্ত নিঃশ্বাস থেকে অসুর সৃষ্টি হয়েছিল। বিষ্ণুপুরাণের মতে- ব্রহ্মার জঙ্ঘা থেকে অসুরদের জন্ম হয়েছিল। এঁরা যাগযজ্ঞ ধ্বংস করতো। এঁরা অন্ধকারের প্রতীক।
অসুরদের মধ্যে তিনজনকে প্রধান হিসাবে ধরা হয়। এই তিনজন অসুর হলেন- হিরণ্যকশিপু, বলি ও প্রহ্লাদ। এঁরা অসুরদের ইন্দ্র নামে পরিচিত। এছাড়া পুরাণ-খ্যাত অসুরদের মধ্যে ছিলেন- মহিষাসুর, শুম্ভ, নিশুম্ভ, মধু, কৈটভ ইত্যাদি।