অ-কাল {অ-√কল্ (গণনা করা) +অ (ঘঞ্), করণবাচ্য} + বৃদ্ধ {√বৃধ (বর্ধিত হওয়া) + ত (ক্ত), কর্তৃবাচ্য}}
অকালগত যে হইয়াছে বৃদ্ধ/মধ্যপদলোপী কর্মধারয় সমাস
পদ:
বিশেষণ
{নাম-বিশেষণ,
গুণবাচক, ব্যক্তিবাচক, পুরুষবাচক}।
অর্থ: রোগজনীত কারণে বা জিনঘটিত কারণে যে পুরুষ যৌবনে বা কৈশোরেই যে বৃদ্ধ
হয়েছে।
বিপরীতার্থক শব্দ:
অকাল-বৃদ্ধা [স্ত্রীলিঙ্গার্থে]