অকাল-বৃদ্ধা
বানান বিশ্লেষণ: অ+ক্+আ+ল্+অ-ব্+ঋ+দ্+ধ্+আ
উচ্চারণ:
[.কাল্.বৃদ্‌.ধা][ɔ.kal.brid̪.ʰa]
শব্দ-উৎস: সংস্কৃত काल (অকা) + সংস্কৃত वृद्धा (বৃদ্ধা)>বাংলা অকালবৃদ্ধা।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক, ব্যক্তিবাচক, স্ত্রীবাচক}
অর্থ:
রোগজনীত কারণে বা জিনঘটিত কারণে যৌবনে বা কৈশোরেই যে নারী বৃদ্ধা হয়েছে।
বিপরীতার্থক শব্দ:
অকালবৃদ্ধ [পুংলিঙ্গার্থে]