অকালমেঘোদয়
বানান বিশ্লেষণ: অ+ক্+আ+ল্+অ+ম্+এ+ঘ্+ও+দ্+অ+য়্+অ
উচ্চারণ:
অ-কাল
{অ-√কল্
(গণনা
করা) +অ
(ঘঞ্),
করণবাচ্য}
+
মেঘ
{√মিহ্
(জলসেক করা) +অ
(অচ্)>মেহ>মেঘ
,
কর্তৃবাচ্য}
+উদয়
{উদ্
(সংস্কৃত
উপসর্গ)
+
√ই
(গমন করা) +
অ (অচ্),
ভাববাচ্য}।
অকালে মেঘোদয়/সপ্তমী তৎপুরুষ সমাস
পদ: বিশেষ্য।
অর্থ: অসময়ে জলদ (মেঘের) আবির্ভাব। সাদৃশ্যে কুয়াসা।