অকালজ্ঞা
বানান বিশ্লেষণ: অ+ক্+আ+ল্+অ+জ্+ঞ্+আ
উচ্চারণ:
[অ.কা.লোগ্‌.গাঁ] [ɔ.ka.log.gã]
শব্দ-উৎস: সংস্কৃত कालज्ञा (কালজ্ঞা)>বাংলা অকালজ্ঞা।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক, ব্যক্তিবাচক, স্ত্রীবাচক}
অর্থ:
কাজের কালজ্ঞান (সময় অসময় সম্পর্কে ধারণ) নাই এমন নারী,  কালজ্ঞানহীন নারী।
বিপরীতার্থক শব্দ: অকালজ্ঞ [পুংলিঙ্গার্থে]