অকালপক্ব
বানান বিশ্লেষণ: অ+ক্+আ+ল্+অ+প্+অ+ক্+ব্+অ
উচ্চারণ:
[.কাল্.পক্‌.কো] [ɔ.kal.pɔk.ko]
শব্দ-উৎস: সংস্কৃত
কা + সংস্কৃত পক্ব >বাংলা অকালপক্ব।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক}
অর্থ:

১. অসময়ে পেকে গেছে এমন।
উদাহরণ: অকালপক্ব কাঁঠাল।

২.
বাংলা বাগ্‌ধারা। এর আক্ষরিক অর্থ হলো অসময়ে পেকে গেছে এমন। বাগ্‌ধারায় ব্যবহৃত শব্দের অর্থ হলো যে ছেলে অল্প বয়সেই বড়দের মতো আচরণ করে।
সমার্থক শব্দাবলি:  ইঁচড়ে পাকা, এঁচড়ে পাকা, জ্যাঠা, ডেঁপো।