অকার
বানান বিশ্লেষণ: অ+ক্+আ++
উচ্চারণ:  [.কার্] [ɔ.kar]
শব্দ-উৎস: সংস্কৃত कार অকার>বাংলা অকার
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

১. অ নামক যে কার/মধ্যপদলোপী কর্মধারয় সমাস
পদ: বিশেষ্য
অর্থ: অ এই বর্ণ মাত্র। 'অ'- বর্ণ, বাঙলা স্বরবর্ণের প্রথম বর্ণ। ব্যঞ্জনবর্ণের সাথে যুক্ত হওয়ার ক্ষেত্রে, এর জন্য কোন পৃথক চিহ্ন নেই। কিন্তু ব্যঞ্জনবর্ণের সাথে যুক্ত হয়ে ব্যঞ্জনবর্ণকে পৃথকভাবে উচ্চারণযোগ্য করে থাকে। যেমন ক্ একটি ব্যঞ্জনবর্ণ। কিন্তু পৃথকভাবে এই বর্ণটি উচ্চারণ করা যায় না। কিন্তু ক্ + অ = ক হিসাবে নির্ধারিত হলে তা উচ্চারণ করা যায়।

২. অ-কার
{কৃ (করা) +অ (অণ্), কর্তৃবাচ্য)।
    অ (নাই) কার (কার্য) যাহার/
নঞ্ বহুব্রীহি সমাস
পদ: বিশেষ্য
অর্থ:

১. হিন্দু মতে- পরমাত্মা বা ব্রহ্মার কোন কাজ নেই বলে এঁদের অপর নাম অকার
। এই কারণে হিন্দু পৌরাণিক দেবতা ব্রহ্মা'র অপর নাম।
২. নিরাকর অর্থে- আল্লাহ, ব্রহ্ম।