অকারাদিক্রমে
বানান বিশ্লেষণ: অ+ক্+আ+র্+আ+দ্+ই+ক্+র্+অ+ম্+এ
উচ্চারণ: [.কা.রা.দিক্‌.ক্রো.ম্] [ɔ.ka.ra.d̪ik.kro.me]
শব্দ-উৎস: সংস্কৃত कार অকার + आदि আদি + क्रम ক্রম>বাংলা অকারাদিক্রম+এ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

অকার (অ এই বর্ণ মাত্র) +আদি {আ-দা (দান করা) +ই (কি), কর্মবাচ্য}+ক্রম {ক্রম্ (গমন করা) + অ (ঘঞ্), ভাববাচ্য}+এ

পদ: বিশেষণ {ভাব-বিশেষণ, ক্রিয়া-বিশেষণ}
অর্থ:
অ হতে আরম্ভ করে পরবর্তী সকল বর্ণের ক্রমধারা অনুসারে।