অকার্য
বানান বিশ্লেষণ: অ+ক্+আ+র্+য্+অ
উচ্চারণ:
[অ.কার্জ্.জো]
[ɔ.karɟ.ɟo]
শব্দ-উৎস:
সংস্কৃত
অকার্য্য>বাংলা
অকার্য।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
অ-√কৃ (করা) +য (যৎ),
কর্মবাচ্য।
১.
অ (নয়) কার্য/নঞ্
তৎপুরুষ সমাস।
পদ:
বিশেষ্য
অর্থ:
১. যা
যথার্থ কর্ম নয়।
সমার্থক শব্দাবলি :
অকর্ম,
অকাজ,
অকাম,
অকার্য,
অকেজো
ইংরেজি: a misdeed, a mischief
২. যে কাজ কর্তব্যের ভিতরে পড়ে না, এমন
কাজ।
সমার্থক শব্দাবলি: অকর্তব্য কার্য, অননুষ্ঠেয় কর্ম।
৩. যে কাজ কুৎসিত, অশোভন এবং সমাজে
গর্হিত কাজ বলে বিবেচিত হয়।
সমার্থক শব্দাবলি: অপকর্ম, অপকাজ, অপকীর্তি, অবৈধ কাজ, অসৎকাজ, অসৎকর্ম, কুকর্ম,
কুকাজ, কুকার্য, কুক্রিয়া, কুৎসিত কাজ, খারাপকাজ, দুষ্কর্ম, দুষ্কার্য, দুষ্কৃত,
দুষ্কৃতি, দুষ্ক্রিয়া, মন্দকাজ, নিন্দনীয়কাজ, পাপকাজ।
২. অ (নাই) কার্য যাহার/নঞ্
বহুব্রীহি সমাস
পদ:
বিশেষণ
অর্থ: যার কোনো কাজ নাই এমন।
সমার্থক শব্দাবলি: কার্যহীন, কার্যাভাবগ্রস্থ
বিপরীতার্থক শব্দাবলি:
অকার্যা [স্ত্রীলিঙ্গার্থে]
কার্য [ভাবার্থে]