অকেজো
বানান্ বিশ্লেষণ:অ- ক্+এ+জ্+ও
উচ্চারণ:
ɔ.ke.ɟo (অ.কে.জো)
শব্দ-উৎস: সংস্কৃত অ-কার্য> প্রাকৃত কজ্জ> বাংলা কাজ>কেজো
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: অ (ন) কেজো / নঞ্ তৎপুরুষ সমাস
অর্থ:

পদ: বিশেষ্
১. যা কাজের অনুপযুক্ত বা কাজের অযোগ্য
সমার্থক শব্দাবলি:
 অকর্ম, অকাজ, অকাম, অকার্য, অকেজো

পদ: বিশেষণ
২. যার দ্বারা কোনো কাজ হয় না।
সমার্থক শব্দাবলি: অকর্মা,
অকর্মঠ, অকর্মণ্য, অকর্মা, অকর্মিষ্ঠ, অকার্যকর, অকার্যকারক, অকেজো, নিষ্কর্মা


সূত্র:
  • বঙ্গীয় শব্দকোষ (প্রথম খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য অকাদেমী। ২০০১।
  • বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন দাস। সাহিত্য সংসদ। নভেম্বর ২০০০।
  • সরল বাঙ্গালা অভিধান। সুবলচন্দ্র মিত্র।