অকর্মা
বানান
বিশ্লেষণ: অ+ক্+অ+র্+ম্+অ
উচ্চারণ:
[অ.কর্ম্.মা]
[ɔ.kɔrm.ma]
শব্দ-উৎস:
সংস্কৃত
অকর্ম্মা>বাংলা অকর্মা।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
অ-কর্ম {√কৃ (করা) +মন্ (মনিন্), কর্মবাচ্য}+আ (টাপ্)
১. অ (নাই) কর্ম যার/নঞ্
বহুব্রীহি সমাস+
আ (টাপ্)।
পদ:
বিশেষণ
অর্থ: যে কোন কাজ সম্পন্ন করতে পারে না।
সমার্থক শব্দাবলি:
অকম্মা,
অকর্মঠ,
অকর্মণ্য,
অকর্মা, অকর্মিষ্ঠ,
অকার্যকর,
অকার্যকারক,
অকেজো, নিষ্কর্মা
২. অ (অপ্রশস্ত) কর্ম যার/নঞ্
বহুব্রীহি সমাস+
আ (টাপ্)।
পদ:
বিশেষণ
অর্থ:
যে কোন কাজ সুচারুরূপে সম্পন্ন করতে পারে না। এই অর্থে–
মন্দ কার্যকারী।
অকর্মার ধাড়ি
বাংলা
বাগ্ধারা।
বিশেষ্য।
১. সর্বাপেক্ষা অলস বা জড় প্রকৃতির ব্যক্ত।
২. যে ব্যক্তি সকল কাজই পণ্ড করে বা কোনো কাজই যথার্থভাবে সম্পন্ন করতে
পারে না।
অকর্মার শেষ
বাংলা
বাগ্ধারা।
বিশেষ্য।
১. চূড়ান্ত অকর্মা। যার চেয়ে বেশি আর কোনো অকর্মা নেই।