অকম্মা
বানান বিশ্লেষণ: অ+ক্+অ+ম্+ম+আ
উচ্চারণ: [.কম্‌.মা] [ɔ.kɔm.ma]
শব্দ-উৎস: সংস্কৃত অকর্ম্মন> প্রাকৃত
অকম্ম>বাংলা অকম্ম +আ
পদ:
বিশেষণ
অর্থ: যে লোক কোনো কর্মের যোগ্য নয় এমন।
সমার্থক শব্দাবলি: অকম্মা,
অকর্মঠ, অকর্মণ্য, অকর্মা, অকর্মিষ্ঠ, অকার্যকর, অকার্যকারক, অকেজো, নিষ্কর্মা
ইংরেজি:  a disabled; inefficient


অকম্মার ঢেঁকি (বাংলা প্রবাদ বাক্য)
: সরল অর্থ- যে ঢেঁকি দিয়ে কাজ করা যায় না। কোন ব্যক্তিকে যখন কাজের অনুপযুক্ত বিবেচনা করা হয়, তখন এই বাকটি ব্যাঙ্গার্থে ব্যবহার করা হয়।
 

অকম্মার ধাড়ি (বাংলা প্রবাদ বাক্য) : সরল অর্থ- কোন ব্যক্তি সকল কাজ পণ্ড করে, এই বাকটি গালি বা ব্যাঙ্গার্থে ব্যবহার করা হয়।