অকার্যকারক
বানান বিশ্লেষণ: অ+ক্+আ+র্+য্+অ+ক্+আ+র্+অ+ক্+অ
উচ্চারণ: [.কার্‌জ্‌.জো.কা.রোক্] [ɔ.karɟ.ɟo.ka.rok]
শব্দ-উৎস: সংস্কৃত অকার্য্যকারক>বাংলা অকার্যকারক।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ:  বিশেষণ

অর্থ

১. যে কোনো কার্য করে না বা কাজ নাই।
সমার্থক শব্দাবলি: কর্মশূন্য, কর্মহীন, বেকার।

২. কার্য সম্পন্ন করার উৎসাহ নাই বা কার্য সম্পন্ন করার ক্ষেত্রে উদ্যোগী নয়।
সমার্থক শব্দাবলি: অকার্যকর, নিষ্ক্রিয়, অলস।
 

৩. যে কার্য সম্পাদন করার ক্ষেত্র উপযুক্ত নয়।

সমার্থক শব্দাবলি: অকর্মা, অকর্মঠ, অকর্মণ্য, অকর্মা, অকর্মিষ্ঠ, অকার্যকর, অকার্যকারক, অকার্যকারী, অকেজো।


৪. যে মন্দভাবে বা মন্দ উদ্দেশ্যে কার্য সম্পাদন করে।

সমার্থক শব্দাবলি: অকর্মকর্তা, অকর্মনির্বাহক, অসৎক্রিয়ায়াকারক, মন্দকর্মকর্তা, দুরাচার।

বিপরীতার্থক শব্দ:

২. অ (নয়) কার্যকার /নঞ্ তৎপুরুষ সমাস
পদ:  বিশেষণ

অর্থ

১. যা কার্যকর নয় বা যা কার্য সম্পাদন করার ক্ষেত্র উপযুক্ত নয়।
সমার্থক শব্দাবলি:
  অকার্যকর, অকার্যকারক।


২. যা কার্য সম্পন্ন না দশা সম্পন্ন।
সমার্থক শব্দাবলি: অকার্যকর, অকার্যকারক, অক্রিয়ান্বিত, অক্রিয়াশীল, অক্রিয়, ক্রিয়াহীন, নিষ্ক্রিয়।