অকার্যকর
বানান বিশ্লেষণ: অ+ক্+আ+র্+য্+অ+ক্+অ+র্+অ
উচ্চারণ:
[অ.কার্জ্.জো.কর্]
[ɔ.karɟ.ɟo.kɔr]
শব্দ-উৎস:
সংস্কৃত
অকার্য্যকর>বাংলা
অকার্যকর।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
অ-কার্য {অ-√কৃ (করা) +য (যৎ), কর্মবাচ্য}+কর {√কৃ (করা) +অ (ট), কর্তৃবাচ্য}।
অ (নয়) কার্যকর/নঞ্ তৎপুরুষ সমাস।
পদ:
১.
বিশেষণ
অর্থ:
১. যা কার্যকর নয় এমন।
সমার্থক শব্দাবলি:
অকার্যকর, অকার্যকারক।
২. যা কার্য সম্পন্ন না দশা সম্পন্ন।
সমার্থক শব্দাবলি:
অক্রিয়ান্বিত, অক্রিয়াশীল, অক্রিয়, ক্রিয়াহীন, নিষ্ক্রিয়।
২.
বিশেষণ
অর্থ:
১. অকাজ বা অপকর্ম করে এমন ব্যক্তি
সমার্থক শব্দাবলি:
অকর্যাকর,
অকার্যকারক, কুৎসিত
কর্মকারী, দুষ্কর্মকারক।
২: যে যথাযথ কাজ করে না বা কোনো কাজ সুচারুরূপে সম্পন্ন করে না।
সমার্থক শব্দাবলি: অকর্মকর্তা, অকর্মনির্বাহক, অকৃতকারী।
৩. যার দ্বারা কোনো কাজ হয় না।
সমার্থক শব্দাবলি:
অকর্মা,
অকর্মঠ,
অকর্মণ্য,
অকর্মা,
অকর্মিষ্ঠ,
অকার্যকর,
অকার্যকারক,
অকেজো,
নিষ্কর্মা
৩. যার কোনো কাজ নেই বলে, কাজ করে
না।
সমার্থক শব্দাবলি:
অকার্যকারক, কর্মশূন্য, বেকার।
বিপরীতার্থক শব্দ:
কার্যকর [ভাবার্থে]
অকার্যকরী [স্ত্রীলিঙ্গার্থে]