অকার্যক্রম
বানান বিশ্লেষণ: অ+ক্+আ+র্+য্+অ+ক্+র্+অ+ম্+অ
উচ্চারণ: [.কার্‌জ্‌.জো.ক্রোম্] [ɔ.karɟ.ɟok.krom]
শব্দ-উৎস: সংস্কৃত कार्य्यक्रम (অকার্য্যক্রম)>বাংলা অকার্যক্রম।

রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষ্য

অর্থ:

১. কার্যক্রম বা কর্মহীন অবস্থা।
সমার্থক শব্দাবলি:
অকার্যক্রম, অক্রিয়তা,
নিষ্ক্রিয়তা, নিষ্ক্রিয়া

ইংরেজি: inactivity

 

২. যা প্রকৃত কার্যক্রম নয়, মন্দ কার্যক্রম

সমার্থক শব্দাবলি: অকাম, অকার্যক্রম, অক্রিয়তা, অক্রিয়ত্ব, অক্রিয়া,  নিষ্কর্ম, নিষ্ক্রিয়তা, নিষ্ক্রিয়া, নৈষ্কর্ম্য। 
ইংরেজি : 
inaction, inactivity, inactiveness